(Source: ECI/ABP News/ABP Majha)
Chalchitro: কলকাতার বুকে একের পর এক খুন, রহস্য সমাধানে আসছেন টোটা, শান্তনু, অনির্বাণ
Chalchitra Update: থ্রিলার ঘরানার এই ছবিতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে জিয়াউল ফারুক, শান্তনু মাহেশ্বরী ও টোটা রায়চৌধুরীকে। ৪০ সেকেন্ডের টিজ়ার গল্প বলে গিয়েছে কলকাতার বুকে ঘটে চলে একের পর এক খুনের
কলকাতা: প্রথমে শোনা গিয়েছিল এই ছবি মুক্তি পাবে পুজোয়। তবে না.. প্রতীম ডি গুপ্তর (Pratim D. Gupta) পরিচালিত ছবি 'চালচিত্র' (Chaalchitro) দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। শোনা যাচ্ছে, এই ছবিটি ক্রিসমাসে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক ও প্রযোজকের। সদ্য মুক্তি পেল এই ছবির টিজার আর সেখানেই ঝলক দেখা গেল সমস্ত চরিত্রদের। এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও ইন্দ্রজিৎ বসু (Indrajit Basu)-কে। একটি রহস্যময় চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক। এছাড়াও এই সিরিজে রয়েছেন স্বস্তিকা দত্ত, রাইমা সেন, তনিকা বসু ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়।
থ্রিলার ঘরানার এই ছবিতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে জিয়াউল ফারুক, শান্তনু মাহেশ্বরী ও টোটা রায়চৌধুরীকে। ৪০ সেকেন্ডের টিজ়ার গল্প বলে গিয়েছে কলকাতার বুকে ঘটে চলে একের পর এক খুনের। পুজোর আগেই একের পর এক মেয়ের খুনের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। এই ঘটনার তদন্তে নামবে পুলিশ বাহিনী। এই শহরে নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে তৈরী হয়েছে এই গল্প। পরিচালক প্রতীম ডি গুপ্ত বলছেন, 'বর্তমানে যা সিরিজ ও সিনেমা তৈরি হচ্ছে, তার অধিকাংশই থ্রিলার। আর সেই কারণেই বর্তমান সময়ে দাঁড়িয়ে থ্রিলার বানানো যেমন চ্যালেঞ্জিং, তেমনই আগুন নিয়ে খেলা। আমি চেষ্টা করেছি দর্শকদের এমন একটা ছবি উপহার দিতে যেটা দর্শকদের থ্রিলারের সঙ্গে বিভিন্ন আবেগের একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। আজ মহালয়া। মা দুর্গার যেমন ঘরে আসার দিন গোনার অপেক্ষা.. 'চালচিত্র'-ও তেমনই দর্শকদের মধ্যে পৌঁছে যাওয়ার অপেক্ষা।' 'সাহেব-বিবি-গোলাম' -এর আট বছর পরে ফের ফ্রেন্ডস কমিউনিকেসনের সঙ্গে কাজ করছেন প্রতীম।
View this post on Instagram
আরও পড়ুন: Bohurupi Trailer: আমায় নিয়ে বিভিন্ন ভুল ধারণা রয়েছে, তার উত্তর দেবে আমার কাজ: কৌশানী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।