Fact Check: কৃত্রিম আঙুল ব্যবহার করে লোকসভায় ভোট দিচ্ছে রোহিঙ্গা মুসলিম! আসল সত্যিটা কী
Fact Check: পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম তোলার পরেও জাল ভোট দেওয়ার কাজ জোরকদমে চলছে। আসল আঙুলে লেগে থাকা কালি লুকানোর জন্য তারা কৃত্রিম আঙুলের ব্যবহার বারবার ভোট দিচ্ছে।
সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলিমরা কৃত্রিম আঙুল (Rohingya Muslims) ব্যবহার করে দেশজুড়ে চলা লোকসভা ভোটে (2024 Lok Sabha Elections) ভোট দিচ্ছে। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই দাবি জানিয়েছেন যে রোহিঙ্গারা এই কৃত্রিম আঙুল (Artificial Fingers) ব্যবহার করে লোকসভা ভোটে একাধিকবার ভোট দিয়েছে।
একজন ফেসবুক ব্যবহারকারী ওই ভাইরাল পোস্টটি (আর্কাইভ লিঙ্ক) করে ক্যাপশনে লিখেছেন, পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম তোলার পরেও জাল ভোটের রমরমা জোরকদমে চলছে। আসল আঙুলে লেগে থাকা কালি লুকিয়ে রাখার জন্য অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গারা কৃত্রিম আঙুল পড়ে বারবার ভোট দিচ্ছে।
You can check the post here (Archive).
ফ্যাক্ট চেক
নিউজমোবাইল ফ্যাক্ট চেকের তরফে ওই ভাইরাল পোস্টটি পরীক্ষা করে দেখা হয় যে ভিডিওটি সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ছবিটি খতিয়ে দেখে নিউজমোবাইল ফ্যাক্ট চেক টিম ২০১৬ সালের ৬ জুন পাবলিশ হওয়া এবিসি নিউজের একটি প্রতিবেদন খুঁজে পেয়েছে। এই রিপোর্ট অনুযায়ী, ভাইরাল ছবিটি আদতে জাপানের। একজন জাপানিজ চিকিৎসক যার নাম ইয়োকাকো ফুকুশিমা দুর্ঘটনার ফলে বা অন্য কারণে আঙুল হারানো মানুষদের জন্য ওই কৃত্রিম আঙুলগুলি তৈরি করেছিলেন। ইউকা কো ফুকুশিমা এই ধরনের কৃত্রিম আঙুল জাপানের একটি অপরাধী গোষ্ঠী ইয়াজুকার এক সদস্যের জন্যও তৈরি করেছেন।
আরও পড়ুন: Fact Check: লোকসভায় ভোট কিনতে টাকা দিচ্ছে বিজেপি ! জানুন আসল সত্যি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।