Chandrayaan 2 LIVE: আপনাদের প্যাশন, নিষ্ঠা আমাদের প্রেরণা, ইসরোর বৈজ্ঞানিকদের প্রতি টুইট রাহুলের
LIVE
Background
বেঙ্গালুরু: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শুক্রবার গভীর রাত দেড়টা নাগাদ চাঁদের বুকে ‘সফট ল্যান্ডিং’ করবে চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’। তার আগে, ইসরো চেয়ারম্যান কে শিবন জানালেন, সবকিছুই পরিকল্পনা-মাফিক এগোচ্ছে। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানান, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবকিছু এখনও পর্যন্ত পরিকল্পনা-মাফিক এগোচ্ছে।
ইসরো সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, চাঁদের দক্ষিণ মেরুতে রাত দেড়টা থেকে আড়াইটের মধ্যে অবতরণ করবে ‘বিক্রম’। এরপর, ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৬টার মধ্যে ল্যান্ডারের থেকে বিচ্ছিন্ন হবে রোভার ‘প্রজ্ঞান’। চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থিত দুটি গহ্বর -- ‘মানঝিনাস সি’ ও ‘সিম্পেলিয়াস এন’-এর মধ্যবর্তী কোনও একটি জায়গায় ‘সফট ল্যান্ডিং’ করার কথা ‘বিক্রম’-এর। এরপর ল্যান্ডারের পেট থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। গোটা ‘সফট ল্যান্ডিং’-এর সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনে। এছাড়া, ইসরোর ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক ও টুইটারেও লাইভ সম্প্রচার হবে।
Indian Space Research Organisation (ISRO) Chairman K Sivan to ANI on #Chandrayaan2Landing: We're going to land at a place where no one else has gone before. We're confident about the soft landing. We're waiting for tonight. (File pic) pic.twitter.com/rfBLWnKgJp
— ANI (@ANI) September 6, 2019
ইসরোর এক শীর্ষ বিজ্ঞানী বলেন, অবশ্যই গোটা টিমের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে। কারণ, এই অবতরণের প্রক্রিয়াটি ভীষণই জটিল। সর্বোপরি, এটা আমরা প্রথমবার করছি। সেই সময় সেন্সর, কম্পিউটার, কমান্ড সিস্টেম-- সবকিছুকে ঠিকঠাক কাজ করতে হবে। তবে, আমরা আশাবাদী। কারণ, আমরা এখানে প্রচুর ‘সিমুলেশন’ (আসল পরিস্থিতির নাট্যরূপ) সম্পন্ন করেছি। ফলে, আশা করছি, সবকিছু ঠিকঠাক কাজ করবে। ওই বিজ্ঞানী ‘সফট ল্যান্ডিং’-কে অনেকটা শিশুকে দোলনায় রাখার সঙ্গে তুলনা করেন। বলেন, উদ্বেগ আছে, তবে ভয় নেই।
চন্দ্রযান ২-এর চাঁদে অবতরণের সময় সরাসরি প্রত্যক্ষ করতে বেঙ্গালুরুর ইসরো টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ইসট্র্যাক)-এ শুক্রবার রাতে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকছে ইসরো-আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতা বিজয়ী দেশের বিভিন্ন প্রান্তের স্কুল-পড়ুয়ারা। শুক্রবার মধ্যরাত থেকেই সবার চোখ থাকবে ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’-এর দিকে। ১,৪৭১ কেজির ‘বিক্রম’-কে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা ‘সফট ল্যান্ডিং’ করতে সক্ষম। অন্যদিকে, রোভার ‘প্রজ্ঞান’-এর ওজন ২৭ কেজি। ইসরো জানিয়েছে, ল্যান্ডারের থেকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত দূরে চলতে সক্ষম এই রোভারটি। দুটি যানই এক চন্দ্রদিবস (পৃথিবীর ১৪ দিন) সচল থাকবে। ল্যান্ডার ‘বিক্রম’-এর মধ্যে তিনটি মূল বৈজ্ঞানিক যন্ত্র থাকবে, যার প্রধান কাজ হবে চাঁদের মাটির নীচে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে, মাটি ও মাটির ওপরে বিভিন্ন পরীক্ষা করবে ‘প্রজ্ঞান’।
We have the same wishes for Vikram, Orbiter.
Want to stay in touch with Vikram and Pragyan as they make their way to the untouched lunar South Pole and uncover its many mysteries? Then keep an eye out for the next edition of #CY2Chronicles! pic.twitter.com/2iA8W2lxtR
— ISRO (@isro) September 6, 2019
‘সফট ল্যান্ডিং’ সফল হলে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি ছোঁবে ভারত। তবে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে ভারত। চন্দ্রযান ২-এর মোট খরচ ৯৭৮ কোটি টাকা। এরমধ্যে উপগ্রহের খরচ ৬০৩ কোটি টাকা এবং উৎক্ষেপণের জন্য রকেট নির্মাণের খরচ ৩৭৫ কোটি টাকা।
গত ২২ জুলাই অর্বিটার, ল্যান্ডার ও রোভারকে নিয়ে জিএসএলভি মার্ক ৩ এম-১ রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেয় চন্দ্রযান ২। উৎক্ষেপণের ২৩ দিনের মাথায় ১৪ অগাস্ট তা পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এরপর, ২ সেপ্টেম্বর অর্বিটারের থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার। পরের দুদিন দুবার ম্যানুভারিং করে কক্ষপথের পরিধি কমিয়ে অবতরনের চূড়ান্ত পর্যায়ের জন্য প্রস্তুত ল্যান্ডারটি।
ইসট্র্যাক থেকে চন্দ্রযান ২-এর ওপর প্রতিনিয়ত নজর ও নিয়ন্ত্রণ করা হচ্ছে। কে শিবন সম্প্রতি জানিয়েছেন, অভিযানের সাফল্যের জন্য আমাদের তরফে ও ক্ষমতায় যা যা করা সম্ভব, সবকিছুই করা হয়েছে। এখন একটাই প্রার্থনা-- যাতে ‘সফট ল্যান্ডিং’ সঠিকভাবে সম্পন্ন হয়।
Priyanka Gandhi Vadra on Twitter
“Proud of each and everyone on the #ISRO team. Setbacks are a part of the journey; without them, there is no success. The whole nation stands with you and believes in you.”
“Congratulations to the team at #ISRO for their incredible work on the Chandrayaan 2 Moon Mission. Your passion & dedication is an inspiration to every Indian. Your work is not in vain. It has laid the foundation for many more path breaking & ambitious Indian space missions. 🇮🇳”
“T 3281 - Pride never did face defeat .. our pride , our victory .. Proud of you ISRO तू ना थके गा कभी , तू ना मुड़े गा कभी , तू ना थमे गा कभी कर शपथ कर शपथ कर शपथ अग्निपथ अग्निपथ अग्निपथ”