Aadhaar mobile number Updation : অনলাইনে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে চান ? এই পথে হাঁটলেই মিলবে সমাধান
আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে গেলে যেতেই হবে কাছের আধার কেন্দ্রে। অনলাইনে মোবাইল নম্বর আপডেট করতে দিতেই হবে বায়োমেট্রিক প্রমাণ। কোনও পোস্ট বা নিজেই অনলাইনের মাধ্যমে করা যাবে না এই কাজ।
নয়া দিল্লি: আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে গেলে যেতেই হবে কাছের আধার কেন্দ্রে। অনলাইনে মোবাইল নম্বর আপডেট করতে দিতেই হবে বায়োমেট্রিক প্রমাণ। কোনও পোস্ট বা নিজেই অনলাইনের মাধ্যমে করা যাবে না এই কাজ।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে গেলে কাছের আধার কেন্দ্রে যাওয়াটা আবশ্যিক। কেবল বায়োমেট্রিক অথেনটিকেশেনর পরই নতুন মোবাইল নম্বর রেজিস্টার করতে পারবেন গ্রাহক। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে এই মন্তব্য করেছে আধার অথরিটি। ভুল বা জাল তথ্য দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এই অথরিটিই গ্রাহককে ইউনিক আইডেন্টিফিকেশেন নম্বর বা UID দিয়ে থাকে।
কীভাবে কাছের আধার কার্ড সেন্টার বাছবেন ?
কাছের আধার কেন্দ্র খুঁজে পাওয়ার ক্ষেত্রে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) কিছু অনলাইন টুল দিয়ে থাকে। এই টুলগুলির মাধ্যমেই গ্রাহক কাছের আধার কেন্দ্র খুঁজে পেতে পারেন। এই বিষয়ে গ্রাহকের চিন্তা কমাতে টুলের সঙ্গে লিঙ্ক শেয়ার করে UIDAI। এতেও কোনও নাগরিকরে সমস্যা হলে রয়েছে আলাদা ফোন নম্বর। ১৯৪৭ নম্বরে হেল্পলাইনে যোগাযোগ করলেই পাওয়া যাবে কাছের আধার কেন্দ্রের তথ্য।
কীভাবে আপনার রেজিস্টার মোবাইল নম্বর আপডেট করবেন ?
একমাত্র পারমানেন্ট এনরোলমেন্ট সেন্টারে গেলেই গ্রাহক আধার কার্ডে নিজের নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। সেই সময় নিজের কাছে আধার কার্ড অবশ্যই রাখতে হবে গ্রাহককে। তবেই রেজিস্টারড মোবাইল নম্বর বদলাতে পারবেন তিনি। ১৯৪৭ হেল্পলাইনে ফোন করলে একই কথা বলবেন কোনও আধার সহায়ক। এই মোবাইল নম্বর আপডেট করতে অন্য কোনও প্রমাণ বা নথি জমা দিতে হবে না আপনাকে।
মোবাইল নম্বর আপডেট করতে গিয়ে আধার কার্ড হোল্ডার যাতে সমস্যায় না পড়েন তাই দেওয়া হয়েছে ১৯৪৭ টোল ফ্রি নম্বর। এছাড়াও help@uidai.gov.in -এ লগ ইন করলে বিস্তারিত জানতে পারবেন আপনি। এখানে আধার সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়া রয়েছে।