‘পিঠে ছোরা ঢুকিয়েছিল পাকিস্তান’, কার্গিল বিজয় দিবসের বর্ষপূর্তিতে 'মন কি বাত'-এ মোদি
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল......
নয়াদিল্লি: আজ কার্গিল বিজয় দিবসের ২১ তম বর্ষপূর্তি। আজ মন কি বাত- অনুষ্ঠানে দেশের বীর সেনানীদের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে পাকিস্তানকে আক্রমণও করেছেন। মোদি বলেন, ‘পাকিস্তান কার্গিলে দুঃসাহস দেখিয়েছিল। ভারতের বন্ধুত্বের জবাবে বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তান। ভারতের পিঠে ছোরা ঢুকিয়েছিল পাকিস্তান। তিনি যোগ করেন, ‘ভৌগোলিক প্রতিবন্ধকতাকে জয় করেছিল ভারতীয় সেনারা। কার্গিল যুদ্ধ সৈনিকদের সম্মান রেখেছিল। আমাদের পদক্ষেপ সৈনিকদের মনোবল বাড়াবে। ’ করোনা প্রসঙ্গে মোদি বলেন, করোনা থেকে সুস্থতার হার অন্যান্য দেশের থেকে বেশি। করোনায় মৃত্যুহারও অন্যান্য দেশের তুলনায় কম। ‘ মাস্ক পরে কষ্ট হলেও, ডাক্তার-নার্সদের কথা ভাবুন।’
Our youth are coming forward from villages, from small towns and from ordinary families. New heights of success are being scaled. These people are moving forward in the midst of crises, fostering new dreams. We see this in the results of the board exams too: PM @narendramodi
— PMO India (@PMOIndia) July 26, 2020
India is changing.
There was a time, when whether in sports or other sectors, most people were either from big cities or from famous families or from well-known schools or colleges. Now, it is very different: PM @narendramodi #MannKiBaat — PMO India (@PMOIndia) July 26, 2020
India remains eternally grateful to our soldiers for their bravery. #CourageInKargil https://t.co/BCyl5ZMvzx
— Narendra Modi (@narendramodi) July 26, 2020