Amitabh-Rekha: অমিতাভের জন্যই এখনও সিঁদুর পরেন? রেখাকে কেন সতর্ক করে দিয়েছিলেন জয়া?
Jaya-Amitabh Bachchan-Rekha: রেখার সঙ্গে অমিতাভের আলাপ হয় জয়ার সূত্র ধরেই। প্রথমে জয়া বচ্চন ও রেখা একে অপরের বন্ধু ছিলেন।

কলকাতা: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর রেখার (Rekha) প্রেমের কথা বলিউডে সবারই জানা। বড়পর্দার হিট জুটি তাঁরা। তাঁদের সেই রসায়ন যে গড়িয়েছিল বাস্তব জীবনেও, সেই কথা জানেন অনেকেই। তবে অমিতাভ ও রেখার প্রেম যখন শুরু হয়েছিল, তখন অমিতাভ বিবাহিত। জয়া বচ্চনের সঙ্গে সংসার তাঁর। রেখা আর অমিতাভের সম্পর্ক স্বভাবতই মেনে নিতে পারেননি জয়া। কী পদক্ষেপ নিয়েছিলেন তিনি?
রেখার সঙ্গে অমিতাভের আলাপ হয় জয়ার সূত্র ধরেই। প্রথমে জয়া বচ্চন ও রেখা একে অপরের বন্ধু ছিলেন। রেখা জয়া বচ্চনকে 'দিদিভাই' বলে ডাকতেন। তবে জয়ার সূত্র ধরে আলাপ হলেও রেখা ও অমিতাভ কাছাকাছি আসেন ছবির সেটেই। একসঙ্গে একাধিক কাজ করেছেন তাঁরা। আর সেই সম্পর্ক কাজ করেছিল বাস্তব জীবনেও। প্রবীণ লেখক এবং চলচ্চিত্র ইতিহাসবিদ হানিফ জাভেরি সদ্য রেখা অমিতাভের প্রেম নিয়ে কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, জয়া বচ্চন কখনোই অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্ক মেনে নেননি।
একবার অমিতাভ যখন বাড়িতে ছিলেন না, তখন রেখাকে বাড়িতে আমন্ত্রণ জানান জয়া। তাঁকে নিজের হাতে রান্না করে, খুব যত্ন করে খাওয়ান। ঘুরিয়ে দেখান বাগান। তারপরে রেখা চলে যাওয়ার সময় জয়া তাঁর চোখে চোখ রেখে বলেন, 'অমিতাভ আমার ছিল, আমারই আছে এবং আমারই থাকবে।' জয়ার এই কথা রেখার মনে এতটাই প্রভাব ফেলে যে রেখা নিজেকে গুটিয়ে নেন। তিনি নিজের জীবন অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার কথা ভাবেন। রেখা বিয়েও করে নেন মুকেশ আগরওয়ালকে। তবে সেই বিয়ে টেঁকেনি। বিয়ের কিছুদিনের মধ্যেই আত্মহত্যা করেন মুকেশ।
তবু রেখা এখনও সিঁদুর পরেন। হানিফ জাভেরি বলেছিলেন, রেখা আর অমিতাভের যা বয়স হয়েছে, সেই বছরে বিয়ে করার কোনও প্রশ্নই আসে না। তবে এখনও রেখা আর অমিতাভের মনে একে অপরের জন্য দুর্বলতা রয়েছে। আর সিঁদুর নিয়ে হানিফ জাভেরি বলেন, এটা সম্পূর্ণ ওঁর ব্যপার। ও কী ভাববে, কার কথা ভেবে সিঁদুর পরবেন, এটা ওরই সিদ্ধান্ত। তবে আমার মনে হয় না অমিতাভের সঙ্গে সম্পর্কটা নিয়ে উনি এতটা ভাববেন যে উনি সিঁদুর পরবেন। আমার মনে হয়, দুজনে দুজনের ওপর একটা দুর্বলতা থাকলেও, সম্পর্ক নিয়ে এতটা ভাবেন না ওঁরা। রেখা নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
