India-China Conflict: সহজে ধরা পড়ে না রেডারে, সিকিমের অদূরে অত্যাধুনিক চিনা যুদ্ধবিমান! দেখা গেল স্যাটেলাইট-ছবিতে
India China Border Tension: কৃত্রিম উপগ্রহের তোলা ছবি ব্যবহার করে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা All Source Analysis সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে।
নয়াদিল্লি: সিকিম থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে এবার যুদ্ধবিমান মোতায়েন করল চিন। সিকিম থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা। চিন এ যুদ্ধবিমানগুলি মোতায়েন করেছে, সেগুলি আয়তনে অত্যন্ত ছোট। সহজে রেডারে ধরা পড়ে না। অতি শক্তিশালী রেডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে। (India-China Conflict)
কৃত্রিম উপগ্রহের তোলা ছবি ব্যবহার করে ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা All Source Analysis সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে, যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চিনা বায়ুসেনা ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গিয়েছে। ওই ছবি সামনে আসতেই সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আবারও। (India China Border Tension)
All Source Analysis জানিয়েছে, সিকিম সীমান্ত থেকে অদূরে, চিনের শিগাৎসে বায়ুসেনা ঘাঁটিতে ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গিয়েছে, যেগুলি সম্ভবত J-20 Stealth যুদ্ধবিমান। কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গিয়েছে, ওই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলি ২৭ মে সেখানে এসে পৌঁছয়।
Analysis of imagery collected over Shigatse Air Base in China shows the deployment of six likely J-20 stealth fighter aircraft near the Indian border. https://t.co/epfzHD3Daa#GEOINT #China #Shigatse #J20 pic.twitter.com/hyijF3T1ao
— AllSource Analysis (@AllSourceA) May 29, 2024
এর আগে,চিনের শিগাৎসে বায়ুসেনা ঘাঁটিতে একটি Y-20 মালবাহী বিমানও চোখে পড়ে। সেখানে মোতায়েন সেনাকর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিপতত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে অনুমান All Source Analysis-এর।
সিকি সীমান্তের অদূরে চিনের ওই বায়ুসেনা ঘাঁটিতে J-20 যুদ্ধবিমান মোতায়েন থাকে না সারাবছর। তাই হঠাৎ ছয়-ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই বায়ুসেনাঘাঁটিতে উড়িয়ে আনার কী প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু J-20 যুদ্ধবিমানই নয়, একাধিক J-10 যুদ্ধবিমান এবং একটি KJ-500 বিমানও দেখা গিয়েছে ছবিতে। তবে সেগুলি মোটামুটি সারাবছরই মোতায়েন থাকে সেখানে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বিষয়টি নিয়ে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বিষয়টি সম্পর্তে অবগত থাকলেও, সিকিমের অদূরে J-20 যুদ্ধবিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা। তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করল কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে শিগাৎসে বায়ুসেনা ঘাঁটির দূরত্ব যখন মাত্র ২৯০ কিলোমিটারেরও কম।
এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চিনের সঙ্গে সীমান্ত সংঘাত অব্যাহত ভারতের। চিনের মোকাবিলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধবিমান ভরসা হয়ে উঠেছে ভারতের। মোট ৩৬টি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত, যার মধ্যে আটটি এই মুহূর্তে আলাস্কায় আমেরিকার বায়ুসেনার সঙ্গে মহড়া দিচ্ছে।