Covid-19 eye test: চোখ দেখে ধরা যাবে করোনা, আসছে নতুন পরীক্ষা !
Covid-19 eye test: ওই কোম্পানির দাবি, চোখের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছে তারা। 'টিয়ার ফিল্ম' বা চোখের ওপরের পাতলা স্তর থেকেই বোঝা যাবে রোগী কোভিড পজিটিভ কিনা।
Covid-19 eye test: RT-PCR পরীক্ষার প্রযোজন হবে না। কেবল চোখ পরীক্ষা করেই ধরা যাবে ব্যক্তি করোনা পজিটিভ না নেগেটিভ। সম্প্রতি এমনই নতুন দাবি করেছে একটি ইজরায়েলি সংস্থা। যদিও গবেষণার স্তরে রয়েছে বিষয়টি।
Covid-19 eye test: ওই কোম্পানির দাবি, চোখের মাধ্যমে করোনা পরীক্ষার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছে তারা। 'টিয়ার ফিল্ম' বা চোখের ওপরের পাতলা স্তর থেকেই বোঝা যাবে রোগী কোভিড পজিটিভ কিনা। আসলে টিয়ার ফিল্ম হল একটি পাতলা তরল স্তর, যা চোখকে ঢেকে রাখে। চোখের আরাম, যান্ত্রিক ত্রুটি-বিচ্যুতি রোধ, পরিবেশগত রোগ প্রতিরোধক সুরক্ষা দিয়ে থাকে এই 'টিয়ার ফিল্ম'। আমরা যাতে ভালভাবে দেখতে পাই তার জন্য, পেলব প্রতিসরণকারী স্তর গঠন করে এই ফিল্ম। সম্প্রতি চোখের মাধ্যমে করোনা পরীক্ষার এই
প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।
Eye test for Covid-19: ইতিমধ্যেই গবেষণা নিয়ে অনেকটাই এগিয়েছেন বিজ্ঞানীরা। বর্তমানে গবেষণায় টিয়ার ফিল্ম ইমেজার (TFI) ডিভাইস তৈরি করা হয়েছে। যা চোখের টিয়ার ফিল্মের দ্রুত, সাশ্রয়ী মূল্যে কোভিড-19 নির্ণয় করতে পারে কিনা তা নিশ্চিত করা হচ্ছে। এই কাজ করতে কোম্পানি অ্যাডভান্সড অপটিক্যাল মেথডস (AdOM) কাজে লাগাচ্ছে।
টিএফআই ডিভাইস হল এমন একটি চিকিৎসার সরঞ্জাম যা একই সাথে মিউকিন পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে। চোখের মধ্যে এই মিউকিন অশ্রুনালিতে পর্যাপ্ত জল বজায় রাখে। চোখের লিপিড স্তরে বাষ্পীভবনের কারণে অনেক সময় চোখ শুকিয়ে যায়। এই লিপিডের জন্যই চোখে আদ্রতা বজায় থাকে।
কীভাবে কাজ করে TFI ?
ইজরায়েলি ওই কোম্পানির দাবি, চোখের মধ্যে কয়েক ন্যানোমিটার গভীরে কাজ করতে পারে করোনা পরীক্ষার এই যন্ত্রটি। এমনকী মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে টিয়ার ফিল্ম সাব-লেয়ারগুলির স্বাস্থ্যের বিষয়ে বিশদে বলে দিতে পারে ডাক্তারদের। সেই সময় চোখে কোনও ধরনের ভাইরাস স্তরের উপস্থিতি দেখলেই তা সনাক্ত করতে পারে এই ডিভাইস।