![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Delhi Schools Reopen: সামান্য কাটল দূষণ, শনিবার থেকে দিল্লিতে ফের স্কুল খুলছে
Delhi Schools Reopen: সরকারি বিধিনিষেধ উড়িয়ে, দীপাবলিতে দেদার বাড়ি পোড়ানোয় বাতাস বিষাক্ত হয়ে ওঠে। তা নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত হয়ে স্কুল বন্ধ রাখতে হয়।
![Delhi Schools Reopen: সামান্য কাটল দূষণ, শনিবার থেকে দিল্লিতে ফের স্কুল খুলছে Delhi Schools Reopen for Class 6 From 18 December Know COVID-19 Guidelines Know Others Details Delhi Schools Reopen: সামান্য কাটল দূষণ, শনিবার থেকে দিল্লিতে ফের স্কুল খুলছে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/48119137930ce8750b0aebad4138a988_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বাতাস এখনও বিষমুক্ত (Delhi Air Pollution) হয়নি পুরোপুরি। তবে সামান্য হলেও উন্নতি হয়েছে পরিস্থিতির। তাতেই একমাস পর দিল্লিতে (Schools Reopen in Delhi) ফের স্কুলে স্কুলে ফিরছে পড়ুয়ারা। শুধু স্কুল পড়ুয়ারাই নয়, কলেজ, ইউনিভার্সিটি, শনিবার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠনপাঠন চালুর নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। তবে সশরীরে উপস্থিত থেকে এবং বাড়ি থেকে অনলাইন মাধ্যমে (Offline and online Classes), দফায় দফায় দু’ভাবে ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
করোনা সঙ্কটে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসকয়েক আগে ফের স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হয় দিল্লিতে। কিন্তু সরকারি বিধিনিষেধ উড়িয়ে, দীপাবলিতে দেদার বাড়ি পোড়ানোয় বাতাস বিষাক্ত হয়ে ওঠে। তার জেরে নভেম্বরের মাঝামাঝি কয়েক দিন স্কুল বন্ধ রাখতে হয়।কিন্তু সুপ্রিম কোর্টে (Supreme Court) তিরস্কৃত হয়ে ২ ডিসেম্বর স্কুল এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় দিল্লি সরকার (Delhi Government)।
আরও পড়ুন: ৭ বছরে দুর্নীতির একটাও উদাহরণ নেই, ফিকি-র সভায় মন্তব্য শাহ-র
সেই থেকে বিগত এক মাস দিল্লিতে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। কিন্তু গত কয়েক দিনে দিল্লির বাতাসের গুণমান (Air Quality Index) বিষাক্ত থেকে ক্ষতিকারকে পৌঁছেছে শুক্রবার জানায় রাজধানী এবং সংলগ্ন এলাকার বাতাসের গুণমান নির্ধারমের জন্য নিযুক্ত কমিটি। তাতেই এক মাস পর স্কুল এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আপাতত ষষ্ঠ শ্রেণি থেকে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, গাতাসের গুণমান বিচার করে আগামী দিনে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে পাঠানো যায় কি না, ২৭ ডিসেম্বর সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)