HMPV : আজও নতুন HMPV কেসের হদিশ দেশে, জটিল হচ্ছে পরিস্থিতি? কেন্দ্র-রাজ্য বৈঠকে বিশেষ বার্তা
HMPV Cases : জটিল হতে পারে এইচএমপিভি-পরিস্থিতি ? দ্রুত কি ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাসের দাপট ?
দেশের বিভিন্ন রাজ্য থেকে মিলছে এইচএমপিভি ভাইরাস সংক্রমণের খবর। বুধবার মহারাষ্ট্রে প্রথম মুম্বইতে একজনের শরীরে এইচএমপিভির অস্তিত্ব মিলল। সারা দেশে এখনও পর্যন্ত অন্তত আটজন এইচএমপিভি-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। অযথা আতঙ্ক নয়, তবে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে। তবে কি জটিল হতে পারে এইচএমপিভি-পরিস্থিতি ? দ্রুত কি ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাসের দাপট ?
ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ইরফান আনসারি বুধবার স্বাস্থ্য বিভাগকে রাজ্য জুড়ে HMPV-এর বিস্তার রোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি উচ্চতর পর্যবেক্ষণের জন্য রাজ্য জুড়ে রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরগুলিতে মেডিকেল টিম মোতায়েন করার নির্দেশও দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব সোমবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করতে ভার্চ্যুয়াল মিটিং করেন। তিনি জানান, আইডিএসপি-র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী দেশের কোথাও যে শ্বাসকষ্টজনিত অসুখের অস্বাভাবিক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়নি । বৈঠকে সেই বিষয়টির কথা বারবার উল্লেখ করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জোর দিয়ে বলেন, এইচএমপিভি নিয়ে দেশের জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো রকম কারণ নেই। স্বাস্থ্য সচিব বার বার করে বলেন, সাধারণত শীতকালীন মাসগুলিতেই শ্বাসকষ্টজনিত অসুখ বৃদ্ধি পেয়ে থাকে। তবে পরিস্থিতির অবনতি হলে শ্বাসকষ্টজনিত অসুখ যদি ব্যাপক হারে বৃদ্ধি পায়, তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করতে দেশ সম্পূর্ণরূপে প্রস্তুত।
তিনি জানান, হিউম্যান মেটানিমোভাইরাস (এইচএমপিভি) শ্বাসকষ্টজনিত ভাইরাসগুলির মধ্যে একটি। সাধারণত, শীতকালে এবং প্রাক বসন্তকালের মাসগুলিতে এর প্রাদুর্ভাব দেখা দেয় । এই ভাইরাসটি যে কোনও বয়সের মানুষের শরীরেই ছড়িয়ে পড়তে পারে। বদ্ধ ও ঘিঞ্জি এলাকায় দ্রুত সংক্রমিত হয় ভাইরাসটি। অধিকাংশ ক্ষেত্রে নিজে থেকেই স্বাভাবিক নিয়মে সেরে যায়। আইসিএমআর-ভিআরডিএল ল্যাবরেটারিগুলিতে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
এ দিকে শ্বাসকষ্টজনিত অসুখ প্রতিরোধ করতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পূণ্য সলিলা শ্রীবাস্তব। মূ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছেন তিনি। সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বন করতে হবে। সব সময় সাবান ও জল দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখা, অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ না করা, মাস্ক ব্যবহার করা, যে সব ব্যক্তির মধ্যে এ ধরনের রোগের লক্ষণ দেখা যাবে তাদের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হাঁচি ও কাশির সময় অবশ্যই নাক ও মুখ ঢেকে রাখতে হবে।
আরও পড়ুন : গায়ক চরণ দাসের জেল যাত্রা টেনে কোর্টে ধমক খেলেন কুন্তল ! নিয়োগ দুর্নীতিতে ৫২ জনের বিরুদ্ধে চার্জ গঠন