Ideas of India 2025 : মহাকাশ থেকে সুনীতাকে ফেরানোয় দেরির পিছনে ষড়যন্ত্র ? এবিপির সম্মেলনের মঞ্চে যা দাবি করলেন NASA-র বাঙালি বিজ্ঞানী
NASA-ISRO Collaboration: 'Adventures in Space: Our Place in the Universe' শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য রাখেন।

মুম্বই : এবিপি নেটওয়ার্কের Ideas of India 2025 সম্মেলনে চাঁদের হাট। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের কথা উঠে এল বিভিন্ন প্রসঙ্গ। মহাকাশে অনুসন্ধান নিয়ে আকর্ষণীয় পর্যবেক্ষণ তুলে ধরলেন NASA-JPL-এর সিনিয়র সায়েন্টিস্ট ও Caltech-এর ভিজিটিং প্রফেসর গৌতম চট্টোপাধ্যায়।
'Adventures in Space: Our Place in the Universe' শীর্ষক আলোচনায় তিনি বক্তব্য রাখেন। সেই আলোচনায় তিনি মঙ্গল গ্রহে মানব মিশনের চ্যালেঞ্জগুলি নিয়ে আলোকপাত করেন। এর পাশাপাশি মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের প্রত্যাবর্তন ঘিরে যে ষড়যন্ত্র তত্ত্ব উঠেছে তা তিনি খারিজ করে দেন। যুগান্তকারী মহাকাশ প্রকল্পে নাসা-ইসরো পারস্পরিক সহযোগিতার কথাও তুলে ধরেন।
সুনীতা উইলিয়ামসের নিরাপদে প্রত্যাবর্তন : ষড়যন্ত্রের কোনও বিষয় নেই
International Space Station থেকে মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের প্রত্যাবর্তনে দেরি প্রসঙ্গে একাধিক জল্পনা শোনা গেছে সাম্প্রতিক সময়ে। সেক্ষেত্রে যে কোনও রকম ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দেন ডক্টর চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এতে NASA-র কোনও ষড়যন্ত্র নেই। মহাকাশযানে প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে দেরি। মহাকাশচারীর নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আগামী ১৯ মার্চ উনি (সুনীতা উইলিয়ামস) নিরাপদেই ফিরবেন।"
#ABPIdeasOfIndia | Dr Goutam Chattopadhyay, Senior Scientist NASA-JPL, discusses the challenges of bringing Sunita Williams and other astronauts back from the ISS, in response to @chetan_bhagat's question.
— ABP LIVE (@abplive) February 21, 2025
📺 Watch LIVE – https://t.co/ZClY4egMTB pic.twitter.com/hxf0Wi0oko
মহাকাশ গবেষণায় NASA-ISRO-র মজবুত পার্টনারশিপ
মহাকাশ গবেষণায় যেভাবে দিন দিন ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্বমঞ্চে, সেই প্রসঙ্গে আলোকপাত করে বিজ্ঞানী চট্টোপাধ্যায় NASA ও ISRO-র পারস্পরিক সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি নাস-ইসরোর আসন্ন Synthetic Aperture Radar মিশনের কথা তুলে ধরেন। এ বছরেই যা শুরুর কথা। তিনি বলেন, ইসরো প্রভূত উন্নতি করছে। আমাদের পার্টনারশিপও দিন দিন মজবুত হচ্ছে। পৃথিবীকে পর্যবেক্ষণের দৃষ্টিভঙ্গি নিয়ে যুগান্তকারী তথ্য দেবে NISAR। যাতে জলবায়ু সংক্রান্ক গবেষণা এবং বিপর্যয় মোকাবিলায় উপকার মিলবে।
এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া, যেন এক নতুন ভাবনার খনি। প্রতি বছরের মতো এবারও ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা নিয়ে হাজির দেশের সেরা ব্যক্তিত্বরা। এবার বাণিজ্যনগরীতে শুরু হয়েছে আইডিয়াজ অফ ইন্ডিয়া সম্মেলন। আধুনিকতা ও সাবেকিয়ানার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই মঞ্চে। সংস্কৃত স্তোত্রপাঠ ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
