Goa Election Results 2022: পানাজিতে ৮০০ ভোটে পরাজিত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে
Goa Election Results 2022: বিজেপি (BJP) টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন।
পানাজি: পানাজি (Panaji) আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর (Utpal Parrikar)। বিজেপি (BJP) টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন।
এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উৎপল পর্রীকর (Utpal Parrikar) বলেন, "নির্দল প্রার্থী হিসেবে যথেষ্ট কঠিন লড়াই ছিল। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। লড়াই নিয়ে আমি সন্তুষ্ট। তবে ফল নিয়ে অসন্তোষ রয়েছে।
"As an Independent candidate it was a good fight, I thank the people. Satisfied with the fight but result is little disappointing," says Utpal Parrikar, son of late CM Manohar Parrikar, as he leaves from counting centre.
— ANI (@ANI) March 10, 2022
He is trailing by 713 votes in Panaji#GoaElections2022 pic.twitter.com/yiDIoWawkv
গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল খাতা খুলতে না পারলেও, তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এগিয়ে ৪টি আসনে। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। এর মধ্যে কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপি এগিয়ে ১৮টি আসনে। কংগ্রেস ১১ ও আপ ২টি আসনে এগিয়ে। গোয়ায় ম্যাজিক ফিগার ২১।
উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়। ২৬০-টির বেশি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি ১২০-টির বেশি আসনে এগিয়ে। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার ২০২। গণধর্ষণকাণ্ডে উত্তপ্ত হাথরস ও কৃষক মৃত্যুতে উত্তপ্ত লখিমপুর খেরিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস ৬ ও বহুজন সমাজ পার্টি ৬টি আসনে এগিয়ে। গোরক্ষপুর সদর আসনে যোগী আদিত্যনাথ ও কারহাল আসনে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিম উত্তরপ্রদেশের আগরা বাদে সবকটি আসনেই ভাল লড়াই করছে সমাজবাদী পার্টি।
৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় বিজেপি এগিয়ে ৪৫টি আসনে। কংগ্রেস ২২টি আসনে এগিয়ে রয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কংগ্রেসের হরিশ রাওয়াত নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। উত্তরাখণ্ডে ম্যাজিক ফিগার ৩৬।
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৫, শিরোমণি অকালি দল ৮, বিজেপি ৩টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পিছিয়ে পাটিয়ালা কেন্দ্রে।
৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির। বিজেপি ২৫ ও কংগ্রেস ১১, এনটিপি ১১ ও এনপিএফ ৬ ও নির্দলরা ৭টি আসনে এগিয়ে। মণিপুরে ম্যাজিক ফিগার ৩১।