Pralay Missile Test: মাঝ আকাশে দিশা পাল্টাতে সক্ষম, ওড়িশায় সফল উৎক্ষেপণ 'প্রলয়' ক্ষেপণাস্ত্রের
Pralay Missile Test: ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ একটি স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র। উন্নত প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র আপনা আপনিই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে, তার উপর আঘাত হানতে পারে।
বালেশ্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর সফল পরীক্ষা করল ভারত। সরাসরি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের উপর আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research Development Organisation/DRDO)।
বুধবার সকাল সাড়ে ১০টায় ওড়িশার বালেশ্বরের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। এটি ভূমি থেকে ভূমিতে ছোড়ার ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, যা ৩৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিয়ে শত্রুপক্ষের উপর আঘাত হানতে সক্ষম। এটি ৫০০ থেকে ১০০০ কেজি পর্যন্ত ওজন বইতে পারে।
ডিআরডিও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ একটি স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র। উন্নত প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র আপনা আপনিই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে, তার উপর আঘাত হানতে পারে। শুধু তাই নয়, মাঝ আকাশে কোনও বাধার মুখে পড়লে, রাস্তা পরিবর্তনও করতে সক্ষম।
Indigenously developed new surface-to-surface conventional ballistic missile ‘Pralay’ successfully flight tested from Dr APJ Abdul Kalam Island today. #NewTechnologies#AmritMahotsavhttps://t.co/kGgX3RMJ4k pic.twitter.com/cz1qm6OBdy
— DRDO (@DRDO_India) December 22, 2021
আরও পড়ুন: Online Fraud: GPay, Paytm ব্যবহার করেন ? আপনিও হতে পারেন প্রতারণার শিকার !
ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’-এর সফল উৎক্ষেপণের পর ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। নেটমাধ্যমে তিনি লেখেন, ‘ডিআরডিও এবং সহযোগী দলকে দেশীয় ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন। এত দ্রুত আধুনিক এই ক্ষেপণাস্ত্র তৈরি এবং উৎক্ষেপণ প্রশংসনীয়। আজ গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়ে ফেলল দেশ।’
এর আগে, গত শনিবার পরমাণু অস্ত্র পরিবহণে সক্ষম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’-এর সফল পরীক্ষা করে ভারত। ওড়িশার বালেশ্বর থেকেই সেটি পরীক্ষা করা হয়। ২ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুপক্ষের উপর আঘাত হানতে সক্ষম ‘অগ্নি প্রাইম’।