এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস সভাপতি হতে পারেন শুধু মা-ছেলে, সনিয়া-রাহুলকে খোঁচা মণিশঙ্কর আইয়ারের
কসৌলি: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর যখন দলের পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনা ক্রমশঃ জোরাল হচ্ছে, তখনই বর্তমান সভানেত্রী সনিয়া গাঁধী ও রাহুলকে আক্রমণ করলেন প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর খোঁচা, ‘আমার মনে হয় শুধু দু’জনই কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে পারেন। একজন হলেন মা এবং অন্যজন ছেলে। রাহুল প্রকাশ্যে বলেছেন, তিনি নির্বাচনে লড়াই করতে তৈরি। কিন্তু যদি অন্য কাউকে প্রার্থী হিসেবে পাওয়া যায় তাহলেই তো নির্বাচন হবে! একজন প্রার্থী থাকলে আর কী করে নির্বাচন হবে?’
দীর্ঘদিন ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছে। স্বয়ং কংগ্রেস সহ-সভাপতি সম্প্রতি বলেছেন, তিনি দায়িত্ব নিতে তৈরি। এ মাসের ৪ তারিখ কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, দলীয় সভাপতি পদে রাহুল প্রশ্নাতীতভাবে পছন্দের ব্যক্তি। তবে কংগ্রেস গণতান্ত্রিক দল। তাই কোনও নেতা সাংগঠনিক নির্বাচনে রাহুলের বিরুদ্ধে প্রার্থী হতে চাইলে তাঁকে বাধা দেওয়া হবে না। সূরজেওয়ালার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সনিয়া ও রাহুলকে খোঁচা দিয়েছেন মণিশঙ্কর।
কংগ্রেস সূত্রে খবর, এ মাসের ৩১ তারিখই দলীয় সভাপতি হতে পারেন রাহুল। তার আগে প্রয়োজন হলে ১৫ থেকে ২০ তারিখের মধ্যে সভাপতি নির্বাচন হবে। কংগ্রেস সভাপতি হিসেবে একজনের বেশি প্রার্থী মনোনয়ন জমা দিলে তবেই নির্বাচন হবে। সেই সম্ভাবনা কম। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হতে পারেন রাহুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement