Punishment Of Lynching : রাজ্যজুড়ে গণপিটুনি, নতুন আইনে কী কী শাস্তি হতে পারে? কখন সাজা মৃত্যুদণ্ড?
গণপিটুনির কি কোনও শাস্তি নেই ? বঙ্গে একের পর এক গণপিটুনির মৃত্যুর ঘটনায় প্রাসঙ্গিক হয়ে উঠছে এই প্রশ্ন।
কলকাতা : অতি সম্প্রতি রাজ্য জুড়ে শুরু হয়েছিল ছেলেধরা সন্দেহে গণপিটুনি। সে গুজব ধামাচাপা পড়তে না পড়তেই ঘটতে শুরু করল আরও ভয়াবহ গণপিটুনির ঘটনা। কলকাতা শহরের প্রাণকেন্দ্র বউবাজার, সল্টলেক থেকে পাণ্ডুয়া, জামবনি, তারকেশ্বর, সন্দেহের বশে একের পর এক জায়গায় পিটিয়ে খুনের অভিযোগ উঠল। কোথাও মোবাইল ফোন চুরির সন্দেহ, কোথাও আত্মীয়র বাড়ি থেকে টাকা চুরির অভিযোগ। বঙ্গে ৪ দিনে পিটিয়ে খুন করা হল ৫ জনকে। এরই মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার 'অপরাধে' সালিশি সভার নামে মহিলাদের বেদম মারের অভিযোগ উঠে এল। এর কি কোনও সাজা নেই ? গণপিটুনির কি কোনও শাস্তি নেই ?
এবার গণপিটুনির ঘটনায় কঠোরতম শাস্তির আইন আনল কেন্দ্র। সোমবার থেকে দেশে কার্যকর হয়েছে ন্যায় সংহিতা-সহ তিনটি নতুন আইন। ১৮৬০ সালে তৈরি ভারতীয় দণ্ডবিধি এখন ভারতীয় ন্যায় সংহিতা। ১৮৯৮ সালের ফৌজদারি দণ্ডবিধি এবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা।আর ১৮৭২ সালের ভারতীয় সাক্ষ্য আইন এবার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এ রাজ্য়ে যখন একের পর এক গণপিটুনির ঘটনা ঘিরে তোলপাড় চলছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, আগে গণপিটুনি নিয়ে আইন ছিল না। এখন নতুন আইনে রয়েছে সাত বছর জেল থেকে মৃত্যুদণ্ডের সংস্থান। নতুন আইনে গণপিটুনির ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড তো বটেই, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে অপরাধীর।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেন, বছরের পর বছর ধরে দেশে গণপিটুনি নিয়ে আইনে কোনও সংস্থান ছিল না। এর শাস্তি চালু করার দাবি উঠত। প্রথমবার গণপিটুনিকে পরিভাষিত করা হয়েছে। জাতি, সম্প্রদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা এবং অন্যান্য কারণে যে গণপিটুনির ঘটনা ঘটছে। এতে ৭ বছরের কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড ও আজীবন কারাবাস সাজা যুক্ত করা হয়েছে।
গত বছরের ১১ অগস্ট সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করেন। তারপরই তিনটি বিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এর বিরোধিতায় সরব হয় বিরোধীরা। তিন আইন পুনর্বিবেচনার দাবি তুলে নরেন্দ্র মোদীকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই ১ জুলাই লাগু হল দেশে নতুন তিন আইন।
আরও পড়ুন :
ধাপার মাঠপুকুরে ইঞ্জিন অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।