না খেতে পেয়ে মৃত্যু! বন্ধ বাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়র পচাগলা দেহ
রবিবার সকালে বন্ধ এই বাড়িতে পচা গন্ধ বের হতে দেখে স্থানীয়রা সরশুনা থানায় খবর দেন।
প্রবীর চক্রবর্তী, সরশুনা: ফের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এবার ঘটনাস্থল বাকপোতার সরশুনা। সূত্রের খবর বাড়িতে একাই থাকতেন বুলা সরকার নামে বছর ৫৫-র ওই ব্যক্তি। পরিবারের বাকিরা অর্থাৎ তাঁর স্ত্রী, মেয়ে ও জামাই বাড়িতে ছিলেন না। দেশের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। কাজেই বাড়ি বন্ধই ছিল।
রবিবার সকালে এই বাড়িতে পচা গন্ধ বের হতে দেখে স্থানীয়রা সরশুনা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে বাড়ির তালা ভেঙে বুলা সরকার নামে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই আর্থিক অনটনে ছিল এই পরিবার। সংসার টানতে রিক্সা চালানোর পাশাপাশি ক্যাটারিং-এ হেলপারেরও কাজ করতেন বুলা।
তবে লকডাউন পরিস্থিতি খারাপ হতে শুরু করে, বন্ধ হয়ে যায় সব কাজ। কর্মসংস্থান খুইয়ে কার্যত পথে বসতে হয় সরকার পরিবারকে। প্রতিবেশিদের অনুমান, আর্থিক অনটনের জন্য খাওয়া-দাওয়ারও অভাব হচ্ছিল। বাড়িতেও অশান্তি চলছিল। ৪ দিন ধরে বাড়িতে একা ছিলেন ওই ব্যক্তি। কেউ থাকে বেরোতেও দেখেননি বলে জানিয়েছেন। কাজেই সম্ভাবত না খেতে পেয়েই মৃত্যু বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সরশুনা থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।