West Bengal Weather Alerts: কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হিঙ্গলগঞ্জ, উপড়ে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ হিঙ্গলগঞ্জেরও ওপর দিয়ে ঝড় বয়ে যায়।বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়
হিঙ্গলগঞ্জ: কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ হিঙ্গলগঞ্জেরও ওপর দিয়ে ঝড় বয়ে যায়। তার জেরে বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সবথেকে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ থানা। কয়েক মিনিটের জেরে বিপর্যস্ত থানার ওয়্যারলেস ব্যবস্থা।
উল্লেখ্য, উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার জেরে রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ক্রমশ শক্তিশালী হবে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে আগামীকাল পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা।
এরইমধ্যে হিঙ্গলগঞ্জে কয়েক মিনিটের এই ঝড় বয়ে গেল।এর আগে ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগে গত ২৫ মে বিকেলে হঠাৎ ঝড় দেখা গিয়েছিল হুগলির ব্যান্ডেলে। তছনছ হয়ে য়ায় ব্যান্ডেলের একাংশ। এরপরে গঙ্গা পেরিয়ে ঝড় আছড়ে পড়েছিল উত্তর ২৪ পরগনার হালিশহরে। ওই দিন বিকেল পৌনে ৪টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহরে ঝড় শুরু হয়। এই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওই দিন দুপুর সাড়ে তিনটেয় হঠাৎই আকাশ কালো করে ঘূর্ণিঝড় এসে হাজির হয় ব্যান্ডেলে। মাত্র কয়েক সেকেন্ডের তাণ্ডবে ব্যান্ডেল চার্চ লাগোয়া একাধিক দোকানের ক্ষতি হয়। কিছু দোকান উল্টে খালে পড়ে যায়। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িরও। ঝড়ের ঝাপটায় বেসামাল হয়ে পড়ে উত্তর ২৪ পরগনার হালিশহর। কার্যত তছনচ হয়ে যায় জেঠিয়া পঞ্চায়েতের বালিভরা এলাকা। অন্তত ২০টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়। কিছু জায়গায় লাইটপোস্ট উপড়ে পড়ে।