Weather Update: বসন্তের সকালে শ্রাবণের ধারা, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
বসন্তে বর্ষা! রাজ্য জুড়ে ভোটের প্রবল উত্তাপের মধ্যে শান্তিজল ছিটিয়ে দিল প্রকৃতি। ফাল্গুনের সকালে বৃষ্টিস্নাত হল রাজ্যের দুই জেলা। আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত।
![Weather Update: বসন্তের সকালে শ্রাবণের ধারা, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস Weather Update: Rain is forecast in several districts in the morning of spring Weather Update: বসন্তের সকালে শ্রাবণের ধারা, একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/13/330b7487b03f9aff56a5d6a9e0e739ea_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বসন্তদিনে শ্রাবণের ধারাপাত। বাঁকুড়া ও পুরুলিয়াতে সকাল থেকে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা-সহ আরও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বীরভূম ও পশ্চিম বর্ধমানে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ। কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
বসন্তে বর্ষা! রাজ্য জুড়ে ভোটের প্রবল উত্তাপের মধ্যে শান্তিজল ছিটিয়ে দিল প্রকৃতি। ফাল্গুনের সকালে বৃষ্টিস্নাত হল রাজ্যের দুই জেলা। আমার এই পথ-চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। ১৩১৮ বঙ্গাব্দের চৈত্র মাসে শিলাইদহে বসে লিখেছিলেন ঠাকুর রবীন্দ্রনাথ। যেন তাঁর গানের সুর ধরেই এরাজ্যে বর্ষা নামল বসন্তে।
ক্যালেন্ডারের পাতায় মাস ফাল্গুন। আর সেই ফাল্গুনী সকালে বর্ষার গন্ধ পেল বাংলার একাধিক জেলা। আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বাড়ছিল গুমোট গরম। সকালেই পশ্চিমাঞ্চলের জেলাতে হল বৃষ্টি।
বৃহস্পিতবার থেকেই বসন্তের আকাশে মেঘের ঘনঘটা। দুপুর থেকে সন্ধের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলে আলিপুর আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেয়। এর আগে বুধবার শিলাবৃষ্টি হয় পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়। এই তালিকায় আছে বাঁকুড়া এবং বীরভূম।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)