Viral News: মোবাইলে মগ্ন মহিলা, কোলে ৯ মাসের শিশুকে নিয়েই পা ফস্কে গভীর ম্যানহোলে, তারপর ?
Shocking Video: ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো, তুমুল ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল 'যখন মোবাইলই খলনায়ক হয়ে ওঠে'।

হরিয়ানা: ফোনের প্রতি আসক্তি আজকাল এত বেড়ে গিয়েছে মানুষের যার কারণে বিপদ ডেকে আনছে মানুষ নিজেই। ফোন চালাতে চালাতে ট্রেনে কাটা পড়া বা রাস্তায় দুর্ঘটনার মত উদাহরণ তো আছেই। তাছাড়া এবার আরো এক ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এল। সমাজমাধ্যমে (Viral News) ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো, দেখলে শিউরে উঠবেন আপনিও। একটি সিসিটিভি ফুটেজে (Viral Video) ধরা পড়েছে এক তরুণী মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলেন, কোলে তার নয় মাসের শিশু সন্তানও ছিল। আর ফোনে এতটাই মগ্ন হয়ে পড়েন সেই মহিলা যে বেখেয়ালে রাস্তার মধ্যে খোলা অবস্থায় থাকা ম্যানহোলে শিশুকে নিয়েই পড়ে যান তিনি। হরিয়ানার ফরিদাবাদে ঘটেছে এই ঘটনা।
ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো, তুমুল ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল 'যখন মোবাইলই খলনায়ক হয়ে ওঠে'। এই ভিডিয়ো ক্লিপে দেখা যায়, এক তরুণী সালোয়ার স্যুট পরে একটি মোবাইল স্টোরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তার কোলে শিশু সন্তানকেও দেখা যায়। আর যেইমাত্র তিনি একটি ব্যানারের পাশ দিয়ে এগিয়ে যান, তার সামনেই রাস্তার উপরে ছিল খোলা ম্যানহোল। সেটা খেয়াল না করেই হাঁটার দরুণ শিশু সন্তানকে নিয়েই সেই গভীর ম্যানহোলে পড়ে যান মহিলা। ফোনে ব্যস্ত থাকার কারণে সতর্ক ছিলেন না তিনি। রাস্তার কার্নিশে সেই শিশুটির মাথায় ধাক্কা লাগে, ফলে গুরুতর আঘাত লাগতে পারত, কিন্তু কোনোক্রমে বেঁচে গিয়েছে শিশুটি।
সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরে প্রায় সকল নেটিজেনই শিশুটির জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন। আর অন্যদিকে সেই মহিলাকে ভর্ৎসনা করতেও পিছপা হননি নেটিজেনরা। কীভাবে সন্তানকে কোলে নিয়েও একজন মহিলা এতটা অবহেলা করতে পারেন, তা নিয়েই সমালোচনা তুঙ্গে সমাজমাধ্যম জুড়ে। আর প্রত্যেকেই এই ফোনের প্রতি তীব্র আসক্তিকে এই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন। এক নেটিজেন লেখেন, 'সেই মোবাইলটাই হল আসল সমস্যা'। আবার অনেকে মনে করেছেন যে রাস্তার উপরে কেন এভাবে ম্যানহোল খোলা পড়ে থাকবে। জনৈক নেটিজেন লেখেন, 'শিশুটির মাথায় খুব জোরে ম্যানহোলের কার্নিশে ধাক্কা লেগেছে। ঈশ্বর যেন শিশুটি ও তার মাকে বাঁচিয়ে দেন।'
আরও পড়ুন: Jio Recharge: ডেটা ছাড়া সস্তায় পাবেন আনলিমিটেড কলিং, জিও আনল নতুন রিচার্জ প্ল্যান
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
