এক্সপ্লোর
Mutual Fund: বছরে ১৫ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই ১০ ফান্ড, মুনাফায় দিতে হয়নি আয়করও
ELSS Mutual Funds: ELSS-এর পুরো নাম হল ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। বিগত ১০ বছরে এমন ১০টি ফান্ডে ১৫ শতাংশেরও বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে।

এই ১০ ফান্ডে দারুণ রিটার্ন দিয়েছে ১০ বছরে
1/10

মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক ধরনের ফান্ড রয়েছে যেগুলিতে টাকা বিনিয়োগ করলে মুনাফার উপর করের টাকা দিতে হয় না।
2/10

এই ধরনের ফান্ডকে বলা হয় ট্যাক্স সেভার ফান্ড বা ELSS ফান্ড। এই ফান্ডে বিনিয়োগ করলে ৩ বছরের ন্যূনতম লক-ইন পিরিয়ড থাকে।
3/10

ELSS-এর পুরো নাম হল ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম। বিগত ১০ বছরে এমন ১০টি ফান্ডে ১৫ শতাংশেরও বেশি বার্ষিক রিটার্ন দিয়েছে।
4/10

এই ফান্ডে বিনিয়োগে মুনাফার উপর আয়কর আইনের ৮০সি ধারায় সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাওয়া যায়।
5/10

১ অক্টোবর ২০২৪ পর্যন্ত যে দশটি ইএলএসএস মিউচুয়াল ফান্ড দারুণ রিটার্ন দিয়েছে, সেগুলি একে একে দেখে নেওয়া যাক।
6/10

AMFI-এর তথ্য অনুসারে বন্ধন এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডে বার্ষিক ১৬.৭৯ শতাংশ এবং ১৮.০৩ শতাংশ রিটার্ন মিলেছে ১০ বছরে।
7/10

এছাড়া ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, জেএম ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড এবং কোটাক ইএলএসএস ফান্ডে রিটার্ন এসেছে যথাক্রমে ১৭.৬০, ১৭.৫৯ এবং ১৬.৭৪ শতাংশ।
8/10

এছাড়া ১৫ শতাংশ বা তার সামান্য বেশি রিটার্ন দিয়েছে আরও কিছু কিছু ফান্ড। এগুলিতে ১০ বছর আগে ১ লাখ টাকা রাখলে আজকের দিনে রিটার্ন মিলত সর্বোচ্চ ৫.২৪ লক্ষ টাকা।
9/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 05 Oct 2024 12:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
