এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Abar Bibaho Avijaan: কলকাতায় এক টুকরো তাইল্যান্ড, 'মন বাজারে'-র ছন্দে জলকেলিতে মাতলেন অনির্বাণ, প্রিয়ঙ্কা, সোহিনীরা
Abar Bibaho Avijaan: নায়িকাদের জলকেলি, কলকাতার বুকে যেন এক টুকরো তাইল্যান্ড
কলকাতায় এক টুকরো তাইল্যান্ড, 'মন বাজারে'-র ছন্দে জলকেলিতে মাতলেন অনির্বাণ, প্রিয়ঙ্কা, সোহিনীরা
1/9

শহরের উষ্ণতা আরও কিছুটা বাড়ল না কমল? পাঁচতারা হোটেলের স্যুইমিং পুলে যেন এক টুকরো তাইল্যান্ড। জলকেলিতে মাতলেন টলিউডের নায়ক নায়িকারা!
2/9

নতুন গান মুক্তির দিনে পুল পার্টিতে মাতলেন অনির্বাণ ভট্টাচার্য্য, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাসেরা।
3/9

তবে শুধু নায়করা নয়, সঙ্গী হলেন সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকারও। নাচে, গানে জমল অনুষ্ঠান। মুক্তি পেল নতুন গান 'মন বাজারে'
4/9

নকাশ আজিজের গাওয়া, এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানের কথা লিখেছেন প্রসেন।
5/9

এই গানের মাধ্যমে মূলত তাইল্যান্ডের ঝকঝকে চকচকে পার্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর সেই মেজাজকে ধরেই, এই গান মুক্তি পেল এক পুল পার্টিতে।
6/9

সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ।
7/9

০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়।
8/9

সৌমিক হালদার নিরলসভাবে বাঙালি দর্শককে বেশ কিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানায় পৌঁছে দিয়েছেন। তিনিই এই ছবিটি পরিচালনা করছেন। শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে।
9/9

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' প্রযোজনা সংস্থা। পরিচালক ও প্রযোজনা সংস্থার দাবি, প্রথম ছবির পর দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছিলেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। তাই দ্বিতীয় পর্বের ভাবনা।
Published at : 11 May 2023 11:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























