কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্লবিন, আয়রন, ফলেট, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি-৬, সি, কে, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো আরও নানান প্রয়োজনীয় উপাদান। তাই রোজ অন্তত একটা করে লঙ্কা পাতে রাখুন।
2/10
ওজন কমাতে দারুণ উপকারী কাঁচা লঙ্কা। এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যালোরির পরিমাণও কম। লঙ্কা খেলেপরিপাক প্রক্রিয়া অন্তত তিন ঘণ্টা ৫০ শতাংশ পর্যন্ত বেডে় যায়। এতে দ্রুত ওজন কমতে সাহায্য করে।
3/10
ডায়াবেটিস রোগীদের জন্য ভিষণ উপকারী কাঁচালঙ্কা। লঙ্কার মধ্যে থাকা একটি উপাদান রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
4/10
কাঁচালঙ্কার ঝাঁঝ মস্তিষ্কে হরমোন নিঃসরণ উদ্দিপিত করে। ফলে মন ভাল থাকে। তাই মন খারাপের সময়ে একটি কাঁচালঙ্কা খেলে সমস্য়ার অনেকটাই সমাধান হতে পারে।
5/10
ঠাণ্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচা লঙ্কা। হঠাত ঠাণ্ডা লাগার ধাত ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায় কাঁচা লঙ্কায় থাকা ক্যারাসাসিন।
6/10
কাঁচালঙ্কা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে ফলে হৃদরোগের ঝুঁকিও কমে
7/10
কাঁচালঙ্কা খাবার হজমে দারুণ উপকারী। কাঁচালঙ্কায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিন থাকায় হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভাল রাখতে সাহায্য করে কাঁচালঙ্কা।
8/10
লঙ্কায় রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন। চোখ, ত্বক সুস্থ রাখে, বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা লঙ্কায় প্রচুর ফাইবারও রয়েছে। ফুসফুস, মুখ, কোলন ও গলার ক্যানসারের সঙ্গে লড়াইতে সাহায্য করে।
9/10
পুরুষদের প্রস্টেট ক্যানসারে ঝুঁকি কমাতে কাঁচালঙ্কা কার্যকরী ভূমিকা পালন করে। স্নায়ুরোগ নিরাময়েও কাজে লাগে রান্নাঘরের এই উপাদান।
10/10
কাঁচালঙ্কা ভিটামিন-সি সমৃদ্ধ। এ ছাড়া এতে রয়েছে অ্যান্টি অক্সিড্য়ান্ট থাকে। ফলে কাঁচালঙ্কা শরীরকে জ্বর,সর্দি কাশি ইত্যাদি থেকে বাঁচায়।