এক্সপ্লোর
লঙ্কার ঝাঁঝেই দূর হবে যাবতীয় রোগ, রোজ পাতে রাখছেন তো?
জেনে নিন লঙ্কার গুণাগুণ
1/10

কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর ডায়াটারি ফাইবার, নিয়াসিন, থিয়ামিন, রাইবোফ্লবিন, আয়রন, ফলেট, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস। এছাড়াও রয়েছে ভিটামিন এ, বি-৬, সি, কে, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো আরও নানান প্রয়োজনীয় উপাদান। তাই রোজ অন্তত একটা করে লঙ্কা পাতে রাখুন।
2/10

ওজন কমাতে দারুণ উপকারী কাঁচা লঙ্কা। এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যালোরির পরিমাণও কম। লঙ্কা খেলেপরিপাক প্রক্রিয়া অন্তত তিন ঘণ্টা ৫০ শতাংশ পর্যন্ত বেডে় যায়। এতে দ্রুত ওজন কমতে সাহায্য করে।
Published at : 30 Mar 2022 07:56 PM (IST)
আরও দেখুন






















