এক্সপ্লোর
Corona 3rd Wave: তৃতীয় ঢেউতে কারা কিছুটা হলেও সুরক্ষিত ? জেনে নিন কী ভাবছেন চিকিত্সকরা
mask
1/9

দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠতেই তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) আতঙ্ক শুরু হয়েছে। শরতের আকাশ যখন আগমনী সুর গাইছে, তখনই সমীক্ষা বলছে, সাবধান! উত্সবে একটুও গা-ফিলতি নয়। একটু ভুল পদক্ষেপ নিলেই বিরাট আকারে অক্টোবরেই ধাক্কা দিতে পারে তৃতীয় ঢেউ। তার অভিঘাতটা নেহাত কম হবে না । তবে বাঁচার উপায় কী ?
2/9

চিকিত্সকরা বলছেন, তৃতীয় ঢেউ থেকে বাঁচতে পারি আমরা দুইভাবে। প্রথমত যদি হার্ড ইমিউনিটি তৈরি হয়, অথবা যদি দেশের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ ভ্যাকসিন পেয়ে যান।
Published at : 28 Aug 2021 07:41 AM (IST)
আরও দেখুন




















