এক্সপ্লোর
Ladakh K-9 Vajra howitzers Photos: ট্যাঙ্কের তুলনায় হাল্কা, পার্বত্য অঞ্চলে দুরন্ত 'কে-৯ বজ্র'
৩টি কে-৯ বজ্র হাউইৎজারকে লেহ্তে পাঠাল সেনা
1/5

সম্প্রতি ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে ১০০টি 'কে-৯ বজ্র' হাউইৎজার। এখন এই আধুনিক, তুলনামূলক হাল্কা ট্যাঙ্ক উচ্চ পার্বত্য অঞ্চলে কতটা ফলপ্রসূ হয়, তা হাতে কলমে পরখ করে দেখার জন্য তিনটি ইউনিটকে চিন-সীমান্ত বরাবর লেহ্-তে পাঠিয়েছে সেনা।
2/5

কে-৯ বজ্র হল দক্ষিণ কোরিয়ায় তৈরি কে-৯ থান্ডার হাউইৎজারের দেশীয় সংস্করণ। এই ট্যাঙ্কের কামানের পাল্লা ৩৮ কিলোমিটার। এখানে কোরিয়ার একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই হাউইৎজার ট্যাঙ্ক তৈরি করেছে লারসেন অ্যান্ড টুবরো।
Published at :
আরও দেখুন






















