এক্সপ্লোর
Australian Open: নাদাল থেকে জকোভিচ, অস্ট্রেলিয়ান ওপেনে নজরে যে পাঁচ তারকা
Australian Open 2023: ২০২৩ সালের ১৬ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে চলেছে খেলা। রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ সহ আরও বেশ কয়েকজন মহাতারকা যাঁরা নামবেন কোর্টে।

জকোভিচ বনাম নাদাল
1/10

রাফায়েল নাদাল আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে ফেভারিট হিসেবে মাঠে নামবেন। ২০০৯ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ তারকা।
2/10

এই মূহূর্তে পুরুষদের গ্র্যান্ডস্লামের তালিকায় শীর্ষে রয়েছেন নাদাল। তিনি মোট ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। মোট ১০৬৭ ম্যাচ জিতেছেন তিনি।
3/10

2022 সালে ফরাসি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল ক্যাসপার রুডকে। তাঁর দিকেও নজর থাকবে।
4/10

২৪ বছরের নরওয়ের এই তরুণ টেনিস প্লেয়ারের ফোরহ্যান্ড খুব শক্তিশালী হয়। আসন্ন টুর্নামেন্টে তিনি চমক দেখাতেই পারেন।
5/10

তিউনেশিয়ার ওনস জাবেউর এই মুহূর্তে মহিলাদের টেনিসে আলোচিত ব্যক্তি।
6/10

এর আগে গত বছর ইউ এস ওপেন ও উইম্বলডনে ফাইনালে উঠেছিলেন জাবেউর। টানা তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিতে পারবেন তিনি?
7/10

অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা ২১ গ্র্যান্ডস্লামের মালিক।
8/10

করোনা টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি জোকারকে। এবার বাড়তি খিদে নিয়ে নামবেন জকোভিচ।
9/10

প্রথমে ফরাসি ওপেন ও পরে ইউ এস ওপেন। ইগা সোয়াতিক গত ৬ বছরের প্রথম মহিলা হিসেবে টানা ২টো গ্র্যান্ডস্লাম জিতেছেন।
10/10

গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে ওঠার পর সোয়েটেক আর পেছনে ফিরে তাকাতে রাজি নন।
Published at : 14 Jan 2023 01:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
