এক্সপ্লোর
IPL 2022: আইপিএলের দ্রুততম বল! গতি দিয়ে ব্যাটারদের ঘুম উড়িয়েছেন

Umran Malik_Lockie Ferguson
1/10

এবারের আইপিএলে সবচেয়ে জোরে বলটি করেছেন লকি ফার্গুসন। গুজরাত টাইটান্সের পেসার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি বল করেছিলেন, যার গতি ছিল ১৫৩.৯ কিলোমিটার/ঘণ্টা।
2/10

গতি দিয়ে চলতি আইপিএলে ব্যাটারদের কাছে আতঙ্ক হয়ে হাজির হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরন মালিক। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫৩.৩ কিলোমাটির প্রতি ঘণ্টায় গতিতে একটি বল করেছিলেন। চলতি আইপিএলে দ্বিতীয় দ্রুততম।
3/10

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সিএসকে-র বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩.১ কিলোমিটার গতিতে একটি বল করেছিলেন উমরন। চলতি টুর্নামেন্টে তৃতীয় দ্রুততম।
4/10

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫২.৬ কিলোমিটার প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন জম্মু-কাশ্মীরের পেসার। টুর্নামেন্টে চতুর্থ দ্রুততম।
5/10

তালিকায় পাঁচ নম্বরেও উমরন মালিকের নাম। লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে ১৫২.৪ কিমি প্রতি ঘণ্টায় একটি বল করেছিলেন সানরাইজার্সের পেসার।
6/10

তালিকায় ছয় নম্বরেও উমরন। আরসিবির বিরুদ্ধে ১৫১.১ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেছিলেন তিনি।
7/10

টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। গুজরাতের প্রতিপক্ষ ছিল লখনউ। সেই ম্যাচে ঘণ্টায় ১৫০.৪ কিলোমিটার গতিতে বল করেন লকি ফার্গুসন।
8/10

চলতি আইপিএলে দ্রুততম বল করার তালিকায় আট নম্বরেও লকি ফার্গুসন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৫০.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে একটি বল করেছিলেন লকি ফার্গুসন।
9/10

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৫০.১ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন উমরন।
10/10

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেছিলেন উমরন। তালিকায় দশ নম্বরে তিনি। (পরিসংখ্যান বুধবারের গুজরাত-হায়দরাবাদ ম্যাচের আগে পর্যন্ত)
Published at : 28 Apr 2022 12:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
