এক্সপ্লোর
ODI Record: অল্পের জন্য রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি জয়ের নজির, ভারতীয় ক্রিকেটে সোনালি বছর
Indian Cricket Team: ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে (ODI Cricket) মনে রাখার মতো বহু রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট। যে কারণে কেউ কেউ বলছেন, ২০২৩ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে সোনালি বছর।

Rohit Sharma
1/10

বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup) পরাজয়। হৃদয়ভঙ্গ হয়েছিল ভারতের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর। তবু, ২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে (ODI Cricket) মনে রাখার মতো বহু রেকর্ডের সাক্ষী থেকেছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team)। যে কারণে কেউ কেউ বলছেন, ২০২৩ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটে সোনালি বছর।
2/10

২০২৩ সালে ৩৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে জিতেছে ২৭ ম্যাচে। যা এক ক্যালেন্ডার বর্ষে কোনও দলের জেতা দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ওয়ান ডে ম্যাচ। ২০০৩ সালে অস্ট্রেলিয়া ৩৫টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩০টি জিতেছিল। সেটাই সর্বোচ্চ।
3/10

১৪টি ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে ভারত। জয়ের গড় ব্যবধান ১৪৩ রান। এক বছরে অন্তত ১০টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, এরকম দলগুলির মধ্যে ভারতের এই রেকর্ডই সেরা। রান তাড়া করে ১৩ ম্যাচে জিতেছে ভারত। গড় ৯৬ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এক ক্যালেন্ডার বর্ষে রান তাড়া করে ১০টি ওয়ান ডে ম্যাচ জিতেছে, এরকম দলের মধ্যে এটা তৃতীয় সেরা পরিসংখ্যান।
4/10

চলতি বছরই তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। যা রেকর্ডবুকে জায়গা করে নেয়। ওয়ান ডে ক্রিকেটে এর আগে কোনও দল তিনশোর বেশি ব্যবধানে ম্যাচ জেতেনি। বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায় ভারত। একই ক্যালেন্ডার বর্ষে তিনশো রানের বেশি ব্যবধানে দ্বিতীয় জয় ভারতের।
5/10

প্রথমে ব্যাট করে যে ১৪ ম্যাচে জিতেছে ভারত, তার মধ্যে পাঁচটি জিতেছে দুশোর বেশি ব্যবধানে। ভেঙে গিয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার রেকর্ড। ২০০৭ সালে অস্ট্রেলিয়া ও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা – দুই দলই তিনবার করে দুশোর বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতেছিল।
6/10

২০২৩ সালে ন’বার সাড়ে তিনশোর বেশি রান তুলেছে ভারত। সেটাও একটা সর্বকালীন রেকর্ড। ২০১৯ সালে সাতবার সাড়ে তিনশোর বেশি রান তুলেছিল ইংল্যান্ড। সেই রেকর্ড ভেঙে দিল ভারত। মোট ১৯ ম্যাচে প্রথমে ব্যাট করে ১১ বার তিনশোর বেশি রান তুলেছে ভারত। যা ইংল্যান্ডের ২০১৯ সালের রেকর্ডের চেয়ে মাত্র একটি কম।
7/10

২০২৩ সালে ভারতীয় ব্যাটাররা মোট ১৯টি সেঞ্চুরি করেন। এক ক্যালেন্ডার বর্ষে যা যুগ্মভাবে রেকর্ড। নিজেদের রেকর্ডই স্পর্শ করে টিম ইন্ডিয়া। ২০১৭ সালেও ১৯টি সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ব্যাটাররা।
8/10

২০২৩ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েন কিংগ কোহলি।
9/10

এক ক্যালেন্ডার বর্ষে ৬টি সেঞ্চুরি করেন কোহলি। যা তাঁর কেরিয়ারে তৃতীয়বার। ওয়ান ডে ক্রিকেটে ব্যাটিংয়ে এও এক রেকর্ড।
10/10

২০২৩ সালে ওয়ান ডে ক্রিকেটে ২৫০টি ছক্কা মারেন ভারতীয় ব্যাটাররা। ওয়ান ডে ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে যা সর্বোচ্চ। ২২৫টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। সব ছবি - পিটিআই
Published at : 27 Dec 2023 10:44 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
