এক্সপ্লোর
Shubman Gill: হাফসেঞ্চুরি করেই ব্যাট বদলেছিলেন, কারণ জানালেন জয়ের নায়ক শুভমন
Ind vs Zim: তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা শুভমন গিল। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি।

Shubman Gill
1/10

প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে।
2/10

তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি।
3/10

ভারতের শুরুটা ভাল হয়। প্রথম উইকেটে ৬৩ রান ওঠার পর ফিরে যান রাহুল (৩০)। ৪০ রান করে ফেরেন ধবন। তবে টলানো যায়নি গিলকে।
4/10

তিনি কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরিটা করেন। ঈশান কিষাণ করেন হাফসেঞ্চুরি।
5/10

ভারতের ২৮৯/৮ স্কোর তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ২৭৬ রানে অল আউট হয়ে যায়। ১৩ রানে ম্যাচ জেতে ভারত।
6/10

ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন শুভমনই।
7/10

হাফসেঞ্চুরি করার পর ব্য়াট বদলাতে দেখা গিয়েছিল শুভমনকে।
8/10

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, ব্যাটটা এতই ভাল ছিল যে, সেটা সুরক্ষিত রাখতে চেয়েছিলেন ভবিষ্যতের জন্য। তাই ব্যাট পাল্টে নেন।
9/10

এদিন বাউন্ডারি লাইনে সিকন্দর রাজার ক্যাচও শুভমন ধরেন অবিশ্বাস্য ক্ষিপ্রতায়। তাতেই বদলে যায় ম্যাচের রং।
10/10

শুভমন এদিন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ডও ভেঙেছেন। তাঁর ১৩০ রানই এখন জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে কোনও ভারতীয়র খেলা সর্বোচ্চ রানের ইনিংস। - ট্যুইটার
Published at : 22 Aug 2022 09:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
