Lakshmi Panchali: বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পাঠে জীবনে অর্থভাগ্য বদল, কোন নিয়মে পড়বেন?
Laxmi Panchali Book: এই দিন লক্ষ্মীপুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মীপুজো করবেন কীভাবে?
কলকাতা: বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হল সাপ্তাহিক লক্ষ্মী আরাধনার (Lakshmi Puja) দিন। বাংলায় বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। এই দিন লক্ষ্মীপুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী (Goddess Laxmi) হন অচলা। কিন্তু আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে অথচ সহজে লক্ষ্মীপুজো করবেন কীভাবে?
কী কী উপকরণ প্রয়োজন?
বৃহস্পতিবারের লক্ষ্মীপুজোর (Religion) উপকরণ অতীব সামান্য। যেগুলি লাগে সেগুলি হল—সিঁদুর, ঘট ১টি, ধান সামান্য, মাটি সামান্য, আমপল্লব ১টি, ফুল ১টি, দুর্বা সামান্য, তুলসীপাতা ২টি, ফুল, কাঁঠালি কলা বা হরীতকী ১টি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপচাল ও জল। পঞ্জিকা মতে, কোনও দ্রব্য সংগ্রহ করতে না পারলে, পুজোর শেষে সেই দ্রব্যটির কথা মা লক্ষ্মীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে।
লক্ষ্মীপুজোয় ঘণ্টা বাজাতে নেই। বলা হয়, তিনি শান্ত দেবী। আওয়াজে চঞ্চলা হয়ে পড়েন অচঞ্চলা। লক্ষ্মীকে তুলসীপাতা দিতে নেই। কিন্তু লক্ষ্মীপুজোর পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয়, এমনটাই পঞ্জিকায় বলা হয়ে থাকে। লক্ষ্মীপুজো সাধারণত সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন।
সরা বা প্রতিমা কিংবা লক্ষ্মীর ধানপাত্র-ঘটে পুজো করার প্রথা আছে। বলা হয়, পুজোর আগে অবশ্যই পুজোর স্থান পরিষ্কার করে নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দেবেন। লক্ষ্মীর-পা আলপনা দিয়ে রাখবেন। মনকে স্থির রাখুন লক্ষ্মীর দেবীর প্রতি। তবে বলা হয়, পুজোর সময় আন্তরিকভাবে লক্ষ্মীপুজো করলে বিনা মন্ত্রেই পূজা সিদ্ধ হয়।
আরও পড়ুন, জীবনে আসবে না পরাজয়ের ছোঁয়া, সফল হতে এই ৫ কাজের নিদান দেয় গরুড় পুরাণ
লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন। এরপর লক্ষ্মীকে ফুল দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখাবেন। শেষে নৈবেদ্যগুলি নিবেদন করে দেবেন। তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মন্ত্র—এষ সচন্দনপুষ্পাঞ্জলি ওঁ শ্রীঁ লক্ষ্মীদেব্যৈ নমঃ। (শ্রীঁ উচ্চারণ হবে শ্রীং, নমঃ উচ্চারণ হবে নমহ।) পুষ্পাঞ্জলি এক, তিন বা পাঁচ বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসীপাতা ঘটে দেবেন। তারপর ইন্দ্র ও কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন। মা লক্ষ্মীর পেচককেও একটি ফুল দেবেন। আপনি যদি দীক্ষিত হন, তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাঁ হাতের উদ্দেশ্যে জপসমর্পণ করবেন।