BAN vs SL LIVE Score: নায়ক শাকিব-শান্ত, শ্রীলঙ্কাকে হারিয়ে ছয় ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরল বাংলাদেশে
BAN vs SL LIVE Score, World Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার শুধু জয় পেলেই চলবে না, একই সঙ্গে রান রেটের বিষয়টি মাথায় রাখতে হবে বাংলাদেশকে।
LIVE

Background
BAN vs SL Live: বাংলাদেশের জয়
শ্রীলঙ্কাকে হারিয়ে তিন উইকেটে দুরন্ত জয় পেল বাংলাদেশের ক্রিকেট দল। ৫৩ বল বাকি থাকতে এল জয়। চার মেরে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন তানজ়িদ হাসান শাকিব।
BAN vs SL Live: জমে গিয়েছে ম্যাচ
জয়ের দোরগোড়ায় পৌঁছে গেলেও বাংলাদেশ কিন্তু সহজে ম্যাচ ছেড়ে দিতে একেবারেই রাজি নয় শ্রীলঙ্কা। নাগাড়ে দুই ওভারে দুই উইকেট নিল শ্রীলঙ্কা। প্রথমে ১০ রানে মুশফিকুরকে ১০ রানে আউট করেন মধুশঙ্কা। পরের ওভারেই মাহমুদুল্লাহকে ২২ রানে ফেরান থিকসানা। ৩৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৬/৬।
BAN vs SL Live: নাটক অব্যাহত
নয়াদিল্লি নাটক অব্যাহত। ৮২ রানে শাকিবকে সাজঘরে ফেরত পাঠালেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। তারপরেই ঘড়ির দিকে ঈশারা করে তাঁকে সেন্ড অফ দেন ম্যাথিউজ়। ঠিক তার পরের ওভারেই ৯০ রানে তিনি শান্তকেও সাজঘরে ফেরান। ৩৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২৩২/৪।
BAN vs SL Live: দু'শোর গণ্ডি পার
দুরন্ত ছন্দে শাকিব আল হাসান এবং শান্ত। ৩০ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলল বাংলাদেশ দল। ৩১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২১০/২। শাকিব ৮২ ও শান্ত ৮৯ রানে ব্যাট করছেন।
BAN vs SL Live: শাকিবের অর্ধশতরান
শান্তর পর অর্ধশতরান হাঁকালেন শাকিব আল হাসানও। জয়ের দিকে অগ্রসর বাংলাদেশ। ২৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৭৩/২য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
