Bengal Cricket Team: রঞ্জিতে দুরন্ত জয়ের দিনই টি-২০-র নকশা সাজানো শুরু বাংলা শিবিরে, নেতৃত্বের লড়াইয়ে দুই সুদীপ
Syed Mushtaq Ali T20: রঞ্জিতে রোমাঞ্চকর জয়ের দিনই টি-২০-র নকশা সাজাতে বসে পড়ল বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। আর সেই আলোচনায় প্রথমেই উঠে আসছে একটাই প্রশ্ন, টি-২০ ফর্ম্যাটে কে হবেন বাংলার অধিনায়ক?
কলকাতা: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মধ্য প্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। ইনদওরের হোলকার স্টেডিয়ামে নাটকীয় ম্যাচে রজত পাতিদার, বেঙ্কটেশ আইয়ারদের ১১ রানে হারিয়ে ৬ পয়েন্ট নিশ্চিত করেছেন অনুষ্টুপ মজুমদারেরা। সেই সঙ্গে ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বাংলা ফের ঢুকে পড়েছে রঞ্জি ট্রফির নক আউটের দৌড়ে। আপাতত রঞ্জি ট্রফির এলিট সি গ্রুপের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছেন অনুষ্টুপ-ঋদ্ধিমান সাহারা। হরিয়ানা ও কেরলের পিছনেই।
তবে রঞ্জিতে রোমাঞ্চকর জয়ের দিনই টি-২০-র নকশা সাজাতে বসে পড়ল বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। আর সেই আলোচনায় প্রথমেই উঠে আসছে একটাই প্রশ্ন, টি-২০ ফর্ম্যাটে কে হবেন বাংলার অধিনায়ক?
প্রশ্নটা জোরালভাবে উঠে পড়ছে কারণ, রঞ্জি ট্রফিতে বাংলার নেতৃত্ব দেওয়া অনুষ্টুপ মজুমদার আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি শুধু রঞ্জিই খেলবেন। সীমিত ওভারের ক্রিকেটে খেলবেন না। টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে তাই অন্য কাউকে দেখা যাবে অধিনায়ক হিসাবে।
ঘটনা হচ্ছে, গত মরশুমেও একই ছবি দেখা গিয়েছিল। সেবার রঞ্জি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তিনি খেলেননি। নেতৃত্ব দিয়েছিলেন সুদীপ ঘরামি। এবার কী হবে?
শোনা গেল, সীমিত ওভারের ক্রিকেটে এবারও বাংলার অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সুদীপই। তবে কালো ঘোড়া হিসাবে দৌড়ে ঢুকে পড়েছেন আর এক সুদীপ - সুদীপ চট্টোপাধ্যায়। যিনি পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না বলে ঋদ্ধিমান সাহার সঙ্গেই বাংলা ছেড়ে ত্রিপুরা গিয়েছিলেন। ত্রিপুরার হয়ে দুই মরশুম খেলার পর এবার ফিরেছেন বাংলায়। আর ফিরেই রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে নজর কেড়ে নিয়েছেন। রঞ্জি ট্রফিতে ওপেনারের নতুন ভূমিকায় দেখা গিয়েছে সুদীপকে। আগের ওপেনারের জায়গা ছেড়ে নতুন চ্যালেঞ্জ নিয়েই সফল বারাসতের বাঁহাতি ব্যাটার।
শোনা যাচ্ছে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার নেতৃত্বের গুরুদায়িত্ব দেওয়ার ব্যাপারে সুদীপ ঘরামির সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায়ের নামও জোরালভাবেই উঠে আসছে। সুদীপের অভিজ্ঞতা বাংলাকে সুবিধা করে দিতে পারে বলে মত কারও কারও।
পাশাপাশি শোনা যাচ্ছে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার জার্সিতে অন্তত ২টি ম্যাচ খেলতে পারেন মহম্মদ শামি। মধ্য প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলে ইনদওর থেকে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিরে গিয়েছেন।
রবি বা সোমবার সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলা দল বেছে নেওয়া হবে। শনিবার সিএবি-র অ্য়াপেক্স কমিটির বৈঠকে নতুন নির্বাচক কমিটি গঠিত হল। সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হয়েছে অলোকেন্দু লাহিড়ীকে। রয়েছেন দিব্য়েন্দু চক্রবর্তী। নতুন অন্তর্ভুক্ত হলেন সতীন্দর সিংহ, রণদীপ মৈত্র ও দেবব্রত দাস।
আরও পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়লেন শুভমন, কী হল তরুণ ব্যাটারের?