Geoffrey Boycott: গুরুতর অসুস্থ হয়ে ফের হাসপাতালে বয়কট, প্রার্থনা ক্রিকেট বিশ্বের
England Cricket Team: ৮৩ বছরের ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর গলা থেকে ক্যান্সারাস টিউমারটিকে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। সফল হয়েছিল সেই অস্ত্রোপচার।
লন্ডন: ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি তিনি। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তাঁকে আরও বেশি করে ভালবেসে ফেলেছিলেন তাঁর ধারাভাষ্যের জন্য। তিনিই সেই কিংবদন্তি, যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নাম দিয়েছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। যা লোকের মুখে মুখে ফেরে এখনও।
সেই জেফ্রি বয়কট (Sir Geoffrey Boycott) ফের হাসাপাতেল ভর্তি হলেন। গুরুতর অসুস্থ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। গলায় অস্ত্রোপচারের পর সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁর খাওয়াদাওয়া বন্ধ। রাখা হয়েছে অক্সিজ়েন সাপোর্টে। পরিবার সূত্রে খবর, ফিডিং টিউব লাগিয়ে খাওয়ানো হচ্ছে কিংবদন্তি ক্রিকেটারকে।
শরীরে আগেই থাবা বসিয়েছিল মারণরোগ ক্যান্সার। পরে অবশ্য সুস্থ হয়ে ওঠেন। তবে সম্প্রতি ফের তাঁর গলায় দেখা যায় ক্যান্সার সংক্রমণ। ৮৩ বছরের ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর গলা থেকে ক্যান্সারাস টিউমারটিকে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। সফল হয়েছিল সেই অস্ত্রোপচার। গত শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।
এবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন স্যর বয়কট। তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের তরফ থেকে এক্স হ্যান্ডলে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে তাঁর পুত্রের বয়ানে লেখা হয়েছে, 'সকলের শুভেচ্ছার জন্য ধন্যবাদ। এত শুভেচ্ছাবার্তায় আমরা আপ্লুত। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে। বাবার নিউমোনিয়া হয়েছে। খাবার খেতে পারছেন না। পানীয়ও না। তাঁকে ফের হাসপাতালে দিতে হয়েছে। অক্সিজ়েন সাপোর্টে রাখা হয়েছে। ফিডিং টিউব দিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে।'
২০০২ সালে তাঁর কেমোথেরাপি হয়েছিল। তারপর সুস্থ হয়ে উঠেছিলেন বয়কট। তবে জুলাই মাসে তিনি নিজেই জানান যে, ফের তাঁর শরীরের বাসা বেঁধেছে ক্যান্সারের জীবাণু। তারপরই তাঁর গলায় অস্ত্রোপচার হয়।
Thank you all for the well wishes, we’ve been blown away by the sheer number of them!
— Sir Geoffrey Boycott (@GeoffreyBoycott) July 21, 2024
Unfortunately things have taken a turn for the worse and my Father has developed pneumonia and is unable to eat or drink so is back in hospital on oxygen and a feeding tube for the foreseeable.
ইয়র্কশায়ারের কিংবদন্তি ইংল্যান্ডের হয়ে ১০৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৮১১৪ রান করেছেন তিনি। ২২টি সেঞ্চুরি ছিল তাঁর। ৪৭.৭২ গড়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮, ৪২৬ রান রয়েছে তাঁর। দুই দশকের বেশি পেশাদার ক্রিকেট খেলেছেন। ১৯৮৬ সালে অবসর নেওয়ার পর থেকে ১৪ বছর বিবিসি-র হয়ে কাজ করেছেন। ২০২০ সালে তিনি ধারাভাষ্য থেকেও অব্যহতি নেন।
আরও পড়ুন: রং মিলিয়ে পোশাক, আইনি বিয়ে স্নেহাশিস-অর্পিতার, এড়িয়ে গেলেন সৌরভ-ডোনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।