U-19 T20 World Cup 2025: ফাইনালেও ব্যাটে বলে অনবদ্য তৃষা, অনূর্ধ্ব ১৯-এ ফের বিশ্বসেরা ভারত
Trisha Gongadi: বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন তৃষা গঙ্গোদি।

কুয়ালা লামপুর: গোটা টুর্নামেন্ট জুড়েই কার্যত অপ্রতিরোধ্যই ছিল ভারতীয় দল। খেতাবি লড়াইয়ে সেই চেনা ছবিই ধরা পড়ল। দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে আবারও অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ (U-19 T20 World Cup 2025) জিতে নিল ভারতীয় দল। শেফালি বর্মাদের মতো নিকি প্রসাদদের হাতে উঠছে খেতাব। ফাইনালে ব্যাট বলে অনবদ্য তৃষা গঙ্গাদি (Trisha Gongadi)।
গত বছর এক টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টেয়েন্টি বিশ্বকাপের খেতাব উঠেছিল রোহিত শর্মাদের হাতে। ভারতীয় পুরুষ দলের মতো একই সুযোগ ছিল ভারতের জুনিয়র মহিলা দলের। তৃষারা সেটা শুধু করতে সক্ষমই হলেন না, একেবারে দাপটের সঙ্গে করলেন। ৫০ বল ও নয় উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বজয় করলেন তৃষারা।
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 🏆 🇮🇳
— ICC (@ICC) February 2, 2025
Congratulations India 👏#U19WorldCup #SAvIND pic.twitter.com/OZ7KMDkG4E
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় ওভারেই পারুণিকা সিসোদিয়া প্রোটিয়া দলকে প্রথম ধাক্কা দেন। তারপর থেকে নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে প্রোটিয়া দল কোনওভাবেই বড় পার্টনারশিপ গড়তে পারেননি। মিকি ভ্যান ভর্স্ট কেবল ২৩ রানের ইনিংসে লড়াই করার চেষ্টা করেন। এটাই যা। ২০ ওভার ব্যাট করলেও দক্ষিণ আফ্রিকা ৮২ রানের বেশি তুলতে পারেনি। তৃষা নিজের চার ওভারে ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ভারতীয় দলের সফলতম বোলার।
🇮🇳
— BCCI Women (@BCCIWomen) February 2, 2025
No shortage of support for #TeamIndia here in Malaysia! 👏 👏
Follow The Match ▶️ https://t.co/hkhiLzuLwj#SAvIND | #U19WorldCup pic.twitter.com/G9FJr56GPi
অল্প রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা ভাল করার প্রয়োজন ছিল। সেটাই করতে সক্ষমও হন তৃষারা। কামিলিনি আট রানে আউট হলেও, তৃষা কিন্তু ক্রিজে টিকে থাকেন। তিনি ও সাণিকা চালকে ভারতের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন। আটটি চারে সাজানো ইনিংসে তৃষা ৪৪ রান করেন। কামিলিনি ২৬ রানের পরিপক্ক ইনিংস খেলে শেষ অবধি টিকে থাকেন। তৃষাকে ম্যাচের সেরা তো ঘোষণা করা হয়ই, তিনি টুর্নামেন্টেরও সোর নির্বাচিত হন। মোট ৩০৯ রান ও সাত উইকেট নিয়ে এক স্মরণীয় টুর্নামেন্ট শেষ করলেন তরুণ তুর্কি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত, কোহলির ভূমিকা নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
