India vs Australia: গোলাপি বলে দিন-রাতের টেস্টের আগে স্টেডিয়াম বন্ধ করে গোপন অস্ত্রে শান দিচ্ছে অস্ট্রেলিয়া!
Adelaide Pitch: ভারত যখন ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলছে, তখন গোপনে পিচ তৈরির কাজ চালিয়েছেন কিউরেটার দামিয়ান হু।
অ্যাডিলেড: পারথ টেস্টে ভারতের কাছে পরাজয় কি অস্ট্রেলীয় (India vs Australia) ক্রিকেটের ভিত নাড়িয়ে দিয়েছে?
না হলে কেনই বা পিচ প্রস্তুতির কাজ সারতে এত গোপনীয়তা অবলম্বন করবে প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের দেশের ক্রিকেট বোর্ড?
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ৬ ডিসেম্বর, শুক্রবার। অ্যাডিলেডে (Adelaide Test) সেই ম্যাচটি হবে গোলাপি বলে, দিন-রাতের। তার আগে সোমবার কী দেখা গেল অ্যাডিলেড স্টেডিয়ামে?
ভারত যখন ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচ খেলছে, তখন গোপনে পিচ তৈরির কাজ চালিয়েছেন কিউরেটার দামিয়ান হু। সঙ্গে একজন সহকারী। এমনিতেই গোলাপি বলের পিচ তৈরির জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। বলের পরিচর্যা প্রয়োজন হয়। যে কারণে পিচে ঘাসের খুব সামান্য আস্তরণ রাখতে হয়।
Pink ball 🏏
— Star Sports (@StarSportsIndia) November 29, 2024
Green-top pitch ⚡
In the rain 😮#RohitSharma and #ViratKohli batting in the nets at "Extreme" difficulty level in the build up to the Adelaide Test! 💪#AUSvINDOnStar 2nd Test 👉 FRI 6 DEC, 8 AM only on Star Sports 1 | #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/C2VX3AZJhr
যদিও এখনও পর্যন্ত অ্যাডিলেডের পিচে বেশ ঘাস রয়েছে। এমনকী, আউটফিল্ডের সঙ্গে বাইশ গজের খুব একটা ফারাক করা যাচ্ছে না। পিচের ওপর ভালমতোই রোলার চালানো হচ্ছে। সাধারণত অস্ট্রেলিয়ায় বোলিং সহায়ক হার্ড পিচ বানানোর জন্য যে হাইড্রাগ্লাইড রোলার ব্যবহার করা হয়, সেটাই চালিয়েছিলেন দামিয়ান।
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
আর পিচ প্রস্তুতির এই গোটা পদ্ধতিই অনুসরণ করা হচ্ছে স্টেডিয়াম বন্ধ রেখে। গোপনে। অ্যাডিলেডের পিচ নিয়ে ভারতীয় শিবির আগাম কোনও খবর পেয়ে যাক, কোনওভাবেই চায় না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাই গোপনে চলছে পিচ প্রস্তুতি ও পরিচর্যার কাজ।
পরপর দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে বর্ডার গাওস্কর ট্রফি জিতে ফিরেছে ভারত। এবার টিম ইন্ডিয়ার সামনে হ্যাটট্রিকের হাতছানি। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হারালে ভারতের হাতে এসে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্রও।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?