Nitish Reddy: মেলবোর্নে সেঞ্চুরি হাঁকাতেই বিরাটের সঙ্গে একই সারিতে নাম লেখালেন নীতীশ
IND vs AUS: প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এমসিজিতে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০০৩ সালের বর্ডার গাওস্কর ট্রফিতে ২২৫ বলে ১৯৫ রান হাঁকিয়েছিলেন নজফগড়ের নবাব।
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে শতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির সঙ্গে একই তালিকায় নাম লেখালেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবার দুরন্ত অপরাজিত শতরান হাঁকান অন্ধ্রপ্রদেশের তরুণ অলরাউন্ডার। ২১ বছর ২১৪ দিন বয়সে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করলেন নীতীশ। কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরি। বক্সিং ডে টেস্টে খেলতে নেমে শুধুমাত্র মেলবোর্নেই শতরান হাঁকানো পঞ্চম ভারতীয় ব্যাটার হয়ে গেলেন তরুণ অলরাউন্ডার।
বীরেন্দ্র সহবাগ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এমসিজিতে বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০০৩ সালের বর্ডার গাওস্কর ট্রফিতে ২২৫ বলে ১৯৫ রান হাঁকিয়েছিলেন নজফগড়ের নবাব। ২০১৪ সালে বক্সিং ডে টেস্টে ১৬৯ রান করেছিলেন বিরাট কোহলি। সেই ম্য়াচেই অজিঙ্ক রাহানেও ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৮ সালে চেতেশ্বর পূজারা ৩১৯ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন। ২০২০ সালের সিরিজে মেলবোর্নে ফের শতরান হাঁকিয়েছিলেন অজিঙ্ক রাহানে। মুম্বইকরই একমাত্র ভারতীয় যে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের মঞ্চে দুটো শতরান হাঁকিয়েছিলেন।
১৭১ বলে নিজের শতরানের ইনিংস পূরণ করেন রেড্ডি। সব মিলিয়ে বক্সিং ডে টেস্টের মঞ্চে দশম ব্যাটার হিসেবে শতরান হাঁকালেন নীতীশ রেড্ডি। কপিল দেব, মহম্মদ আজহারউদ্দিন, সচিন তেন্ডুলকর ও কে এল রাহুলও শতরান হাঁকিয়েছেন বক্সিং ডে টেস্টে।
ছেলের সেঞ্চুরি হাঁকানোর মুহূর্তে গ্যালারিতে ছিলেন নীতীশের বাবা মুতিয়ালা রেড্ডি। নীতীশের বাবা মুতিয়ালা রেড্ডি বলেন, ''আমাদের পরিবারের জন্য ভীষণ স্পেশাল একট দিন। সারাজীবন এই দিনটা আমরা মনে রাখব। ১৪-১৫ বছর বয়স থেকে ও রান করে এসেছে। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বড় রান পেল। দুর্দান্ত অনুভূতি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মহম্মদ সিরাজকে। ও যখন ৯৯ রানে ব্যাটিং করছে, তখন সিরাজ স্ট্রাইকিং এন্ডে ছিল। ও সুন্দরভাবে ওভারটা কাটিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ওকে।''
আপাতত ভারত এখনও ১১৬ রানে পিছিয়ে প্রথম ইনিংসে। ফলো অন বাঁচালেও ম্য়াচ বাঁচানোর সম্ভাবনা কিন্তু এখনও ক্ষীণ বলা যায়। কারণ প্রথম ইনিংসে হাতে আর মাত্র ১ উইকেট। এই পরিস্থিতিতে চতুর্থ দিনের সকালে আর কত রান যোগ করতে পারেন নীতীশ বোর্ডে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বুমরা, সিরাজ, আকাশ দীপরা যত দ্রুত উইকেট তুলতে পারবেন, ততই রোহিত ব্রিগেডের জন্য মঙ্গল।