ODI World Cup 2023: ডাচদের বিরুদ্ধে স্যান্টনার এক বলে করলেন ১৩ রান, ৫ উইকেট নাম লেখালেন যুবরাজদের তালিকায়
Mitchell Santner: নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে ৩৬ রান করার পাশাপাশি বল হাতে পাঁচটি উইকেট নেন মিচেল স্যান্টনার।
হায়দরাবাদ: গত বিশ্বকাপ অল্পের জন্য হাতছাড়া হয়েছিল, ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বাউন্ডারি সংখ্যার বিচারে হারতে হয়েছিল নিউজ়িল্যান্ডকে (New Zealand Cricket Team)। তবে এই বিশ্বকাপে (ODI World Cup 2023) যে তারা আরও একধাপ এগোতে প্রস্তুত সেটা কিন্তু নিজেদের প্রথম দুই ম্যাচেই প্রমাণ করে দিয়েছে কিউয়িরা। বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষেই রয়েছেন টম ল্যাথামরা।
গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথম ম্যাচে নয় উইকেটে দুরমুশ করার পর, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে নিউজ়িল্যান্ড (NED vs NZ)। ডাচদের বিরুদ্ধে এই ম্যাচেই নিজের অনবদ্য পারফরম্যান্সে সকলকে মুগ্ধ করলেন কিউয়ি অলরাউন্ডার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। তিনি বল হাতে পাঁচ উইকেট তো নেনই, ব্যাট হাতে এক বলে ১৩ রান করে সকলকে চমকেও দেন তিনি।
নিউজ়িল্যান্ডের ব্যাটিং ইনিংসের শেষ বলে বাস ডি লেডের হাত থেকে বল ফস্কে যায়। ফলে সেই বলটি নো বল হয়। লো ফুলটস বলে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান স্যান্টনার। পরের বলে ফ্রি হিটেও লং অনের উপর দিয়ে ছয় মারেন স্যান্টনার। এক বলেই উঠে ১৩ রান। তিনি ১৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
— Cricket Videos Only (@cricketvideos23) October 9, 2023
এরপরেই বল হাতে পাঁচ উইকেট নেন স্যান্টনার। শাকিব আল হাসান ও যুবরাজ সিংহের পর মাত্র তৃতীয় বাঁ-হাতি স্পিনার হিসাবে বিশ্বকাপে পাঁচ উইকেট নিলেন স্যান্টনার। এছাড়া বিশ্বকাপে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসাবে এক ম্যাচে তিরিশ রান করার পাশাপাশি পাঁচ উইকেট নিলেন স্যান্টনার। কিউয়ি অলরাউন্ডার বাদে যুবরাজ, কপিল দেব ও অ্যান্ডি বিখেলের দখলে এই কৃতিত্ব রয়েছে।
এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ৩২২ রান তোলে নিউজ়িল্যান্ড। কিউয়িদের হয়ে রচিন রবীন্দ্র, উইল ইয়ং ও টম ল্যাথাম অর্ধশতরান হাঁকান। জবাবে কলিন অ্যাকারাম্যান ডাচদের হয়ে লড়াকু ৬৯ রানের ইনিংস খেললেও, বাকি ডাচ ব্যাটাররা কেউই তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। ফলে ৪৬.৩ ওভারে ২২৩ রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতীয় শিবিরে সুখবর, হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডেঙ্গি আক্রান্ত শুভমন গিল