Rohit Sharma: 'বাড়িতে যদি বউ দেখতে পায়...' মান্ধানার প্রশ্নে রোহিতের জবাবে চারিদিকে হাসির রোল
BCCI Awards: বর্ষসেরাদের পুরস্কার দেওয়ার দিনে রোহিতের পাশাপাশি হার্দিক পাণ্ড্য, স্মৃতি মান্ধানারাও উপস্থিত ছিলেন

মুম্বই: শনিবার এক বর্ণাঢ্য সন্ধেতে মুম্বইতে বিসিসিআইয়ের বর্ষসেরাদের পুরস্কৃত (BCCI Awards) করা হল। সেই পুরস্কার মঞ্চে না না মজাদার কথা, কাহিনিও শেয়ার করেন ভারতীয় দলের প্রাক্তন থেকে বর্তমান তারকারা। সেখানে রোহিত শর্মাকেও (Rohit Sharma) নিজের জীবনের না না কথা বলতে শোনা যায়। সেখানেই ঘটে এক মজাদার ঘটনা।
রোহিতের সম্পর্কে বহুদিন ধরেই এক অপবাদ রয়েছে যে তিনি সব জিনিসপত্র না কি ভুলে যান। নিজের খারাপ হবি সম্পর্কে বলতে গিয়ে রোহিত জানান, 'আমরা সতীর্থরা আমায় ভুলে যাওয়ার বিষয়টা নিয়ে মজা করে। ভুলে যাওয়াটা নিশ্চিতভাবেই হবির পর্যায়ের পড়ে না। তবে রাগনোর বিষয়ে বলতে হলে ওরা আমায় এই বলে রাগায় যে আমি নিজের ওয়ালেট, পাসপোর্ট ভুলে যাই। এটা একেবারেই সত্যি নয়। আর এই ঘটনাটাও দুই দশক মতো আগে ঘটেছিল।'
এরপরেই সঞ্চালনা করা স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) সপাট প্রশ্ন, 'সবথেকে বড় এমন কী জিনিস যেটা আপনি ভুলে গিয়েছেন?' এই প্রশ্নের জবাবেই রোহিত খানিকটা ইতস্তত বোধ করে বলেন, 'আমি না এটার জবাব দিতে পারব না। এটা যদি লাইভ দেখানো হয়, আমার বউ দেখবে। এবং বউ যদি দেখে তাহলে...' এখানে রোহিত সম্ভবত তাঁর অতীতের এক ঘটনা নিয়েই বলেছেন। অতীতে শোনা গিয়েছিল অতীত নিজের ভুলে যাওয়ার অভ্যাসের ফলে না কি স্ত্রী রীতিকাকে তিনি যে আংটি দেবেন, সেটা নিজের সঙ্গে নিতেই ভুলে গিয়েছেন। গোটা বিষয়টা যে খানিকটা হাসির এবং খানিকটা লজ্জারও, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, বিসিসিআইয়ের তরফে এই বর্ষসেরাদের উৎসবেই সচিন তেন্ডুলকরকে জীবনকৃতি সম্মান দেওয়া হয়। সচিনের হাতে এই সম্মান তুলে দেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব তথা বর্তমান আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ। সঞ্চালক হর্ষ ভোগলে তাঁকে অনুরোধ করেছিলেন যে বর্তমান ক্রিকেটারদের কী বার্তা দিতে চান? সচিন বলেন, 'আজ ক্রিকেট না থাকলে কেউই আমরা এই ঘরে বসার সুযোগ পেতাম না। আমার কাছে এটাই সবচেয়ে বড় উপহার। ব্যাট-বল আমার কাছে আছে। তাঁকে সম্মান দিতে হবে। ধরে রাখতে হবে। মুঠো আলগা করলে তারাও থাকবে না। ক্রিকেটও থাকবে না। কেরিয়ারও শেষ হয়ে যাবে।'
আরও পড়ুন: ৮১ শতরান করা কোহলিকে জোর করে রঞ্জি খেলানোর মানে হয় না, মত আম্বাতি রায়াডুর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
