Saurabh Netravalkar: মুম্বইয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারের হাতেই জব্দ বাবর আজ়মদের পাকিস্তান!
T20 World Cup: প্রথমে নির্ধারিত সময়ে বল হাতে ২ উইকেট। তারপর সুপার ওভারে সুপার বোলিং। রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন সৌরভ নেত্রাভালকর।
নিউ ইয়র্ক: প্রথমে নির্ধারিত সময়ে বল হাতে ২ উইকেট। তারপর সুপার ওভারে সুপার বোলিং। রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন সৌরভ নেত্রাভালকর (Saurabh Netravalkar)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সবচেয়ে বড় অঘটনটি ঘটিয়েছে আমেরিকা। হারিয়ে দিয়েছে একবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে। যে ম্যাচ নিয়ে সরগরম ক্রিকেটবিশ্ব। আর আলোচনার কেন্দ্রে আমেরিকার বোলার সৌরভ।
কে এই সৌরভ নেত্রাভালকর? ভারতে জন্ম। বিখ্যাত আইটি সংস্থা ওরাকলের উচ্চপদস্থ পূর্ণ সময়ের কর্মী। ক্রিকেট মাঠে হইচই ফেলে দিয়েছেন আপাতত। পাকিস্তান-বধের পর ওরাকল সংস্থাও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের নায়ক। পাকিস্তান শিবির তাঁর ধাক্কায় কাত। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ওরাকল সোশ্যাল মিডিয়ায় লিখেছে, 'ঐতিহাসিক ফলের জন্য আমেরিকার ক্রিকেট দলকে অভিনন্দন। দল নিয়ে আমরা গর্বিত। আমাদের ইঞ্জিনিয়ার ও ক্রিকেট তারকা সৌরভকে নিয়েও আমরা গর্বিত।'
হাতে ১৮ রানের পুঁজি নিয়ে যিনি সুপার ওভারে দলকে ম্যাচ জিতিয়েছেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ের স্নাতক। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক।
ওরাকলের পোস্টটি ভাইরাল। নেটিজেনদের অনেকেই লিখেছেন, এবার ৪০ শতাংশ বেতন বাড়া উচিত সৌরভের। এই পারফরম্যান্সের পর তো বটেই। কেউ কেউ ওরাকল সংস্থাকেই জিজ্ঞেস করেছেন, কত মাইনে বাড়াচ্ছেন সৌরভের?
মুম্বইয়ে জন্ম সৌরভের। জুনিয়র পর্যায়ে খেলেছেন ভারতের হয়ে। তাঁর হাতেই পাকিস্তান শিবিরের স্বপ্নভঙ্গ হওয়ার মুখে। বাঁহাতি পেসার বলের গতি হোক বা বাউন্স, চমক দিয়েছেন।
Scenes from USA's stunning victory in Dallas 😍🇺🇸#T20WorldCup #USAvPAK pic.twitter.com/bTipZM8env
— ICC (@ICC) June 6, 2024
২০১৫ সালে আমেরিকায় চলে যান সৌরভ। তার প্রায় এক দশক পরে ক্রিকেট মাঠে খ্যাতি পেলেন। ভারতে রঞ্জি ট্রফি খেলেছেন। কে এল রাহুল, ময়ঙ্ক অগ্রবাল, হর্ষল পটেলদের সঙ্গে খেলেছেন। ক্রিকেটার হওয়ার পাশাপাশি তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারও।
২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের কাছে হারের তিক্ত স্মৃতি রয়েছে। সেই বাবরের পাকিস্তানকেই হারাতে বড় ভূমিকা নিলেন সৌরভ। ১৪ বছর পর যেন যন্ত্রণামুক্তি। মধুর প্রতিশোধ। আমেরিকা ক্রিকেটের সেরা মুখ হয়ে উঠেছেন সৌরভ।
আরও পড়ুন: অধিনায়ক হওয়ার যোগ্যই নয়, ছাত্রের পাশে দাঁড়িয়ে বাবর আজ়মের বিরুদ্ধে বিস্ফোরক আমিরের কোচ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।