Ind vs SA ODI World Cup: ইডেনে শাহ-পুত্রের পাশে বসে খেলা দেখলেন সৌরভ, সম্পর্কের বরফ গলল?
ODI World Cup: ম্যাচ দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কার সঙ্গে? জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। যাঁর আর এক পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। দুজনকে দেখা গেল খোশমেজাজে গল্প করছেন।
![Ind vs SA ODI World Cup: ইডেনে শাহ-পুত্রের পাশে বসে খেলা দেখলেন সৌরভ, সম্পর্কের বরফ গলল? Ind vs SA ODI World Cup: Sourav Ganguly watches India vs South Africa match at Eden Gardens with Jay Shah Ind vs SA ODI World Cup: ইডেনে শাহ-পুত্রের পাশে বসে খেলা দেখলেন সৌরভ, সম্পর্কের বরফ গলল?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/05/06d5d2b15e4e61c7c4425fc6799f4b8b169918321490150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ম্যাচের অন্যতম সেরা ফ্রেম হয়ে রইল ছবিটি।
ম্যাচ দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কার সঙ্গে? জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। যাঁর আর এক পরিচয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। দুজনকে দেখা গেল খোশমেজাজে গল্প করছেন।
যে ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো চর্চা শুরু হয়ে গেল, তাহলে কি সম্পর্কের বরফ গলল?
ভারতীয় ক্রিকেট বোর্ডে তখন সৌরভ জমানা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তাঁর সেনাপতি জয় শাহ। তখনও বোর্ডের সচিব শাহ-পুত্র। দুজনে মিলে ভারতীয় ক্রিকেটের রূপরেখা তৈরি করছিলেন।
কিন্তু তাল কাটল তারপর। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় টার্মে রাখা হল না সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন রজার বিনি। বলা বাহুল্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন বিনিই। হতাশ সৌরভ অনুরাগীরা আশা করেছিলেন, তাহলে হয়তো আইসিসি-র চেয়ারম্যান পদে দেখা যাবে দাদাকে। কিন্তু সেই স্বপ্নও বাস্তবায়িত হয়নি। সেই সময় কাঠগড়ায় তোলা হয়েছিল জয় শাহকে। বলা হয়েছিল, জয়ের অঙ্গুলিহেলনেই সৌরভকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি হয়েছিল। নেপথ্য কারণ হিসাবে উঠে এসেছিল অনেক কারণ। কোনও কোনও মহল থেকে বলা হয়েছিল, সক্রিয় রাজনীতিতে আসতে না চাওয়ার খেসারত দিতে হয়েছে সৌরভকে। শোনা যাচ্ছিল, সৌরভকে মুখ করে নাকি রাজ্যে নির্বাচনী অঙ্ক সাজিয়েছে বিজেপি। যে জল্পনা তীব্র করে সৌরভের বেহালার বাড়িতে নৈশভোজ সেরে যান অমিত শাহ। যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সেনাপতি হিসাবেই জাতীয় রাজনীতিতে বিবেচিত হন।
ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ ক্ষমতা হারানোর পর গোটা ঘটনাকে দেওয়া হয়েছিল রাজনীতির মোড়ক। বিরোধী শিবির থেকে বলা হয়েছিল, বিজেপির সঙ্গ না দেওয়ায় ক্রিকেট প্রশাসন থেকে অপসারিত হয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
তারপর যত দিন গিয়েছে, সৌরভের সঙ্গে বিজেপির সখ্যতা কমেছে বলেই খবর। সৌরভ স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন। সেখানে দাঁড়িয়ে রাজ্যে শিল্পোদ্যোগের কথা ঘোষণা করে সৌরভ কেন্দ্রের বিরাগভাজন হয়েছিলেন বলেই দাবি বিভিন্ন মহলে।
তবে রবিবার ইডেনে সৌরভ-জয়ের সাক্ষাৎ জল্পনা উস্কে দিয়েছে, অবশেষে কি সম্পর্কের শীতলতা ঘুচল?
আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন লপাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)