IPL 2025: গোটা মাঠে অন্ধকার, আলোর রোশনাইয়ে স্পটলাইট কাড়লেন শাহরুখ, আর তারপর...?
IPL 2025 Aharukh Khan: আগে থেকেই ঠিক ছিল যে শাহরুখের সঞ্চালনাতেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। লাল, নীল, হলুদ, সবুজ আলোর রিফ্লেক্স আর বাদশার উদ্বোধনী বার্তায় আরও যেন প্রাণ ফিরে পেল ইডেন।

কলকাতা: হাইভোল্টেজ ম্য়াচ ইডেনে। আঠারোতম আইপিএলের প্রথম ম্য়াচেই মুখোমুখি কেকেআর-আরসিবি। ইডেনে ম্য়াচ, আর তিনি উপস্থিত থাকবেন না তা আবার হয় নাকি! আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে নামলেন তিনি। গোটা মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ তাঁর ওপর আলো পড়ল, স্পটলাইন পুরোটা কেড়ে নিলেন তিনি একাই। গোটা মাঠজুড়ে তখন শাহরুখ শাহরুখ শব্দব্রহ্ম। আগে থেকেই ঠিক ছিল যে শাহরুখের সঞ্চালনাতেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। লাল, নীল, হলুদ, সবুজ আলোর রিফ্লেক্স আর বাদশার উদ্বোধনী বার্তায় আরও যেন প্রাণ ফিরে পেল ইডেন।
প্রথমেই আঠারোতম আইপিএল আয়োজনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানালেন শাহরুখ। এরপর বলেন, ''আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ইভেন্ট।'' তবে এরপরই শাহরুখের সেই বিখ্যাত পাঠান ছবির সংলাপ যা গোটা ইডেনকে মাতোয়ারা করে দিল। তিনি বলেন, ''পার্টি পাঠান কে ঘর রাখোগে তো মেহমান নাওয়াজি কে লিয়ে পাঠান খুদ আয়োগা অউর পাটাকে ভি লায়েগা।'' কলকাতায় পা রাখার পরই নিজের সোশ্য়াল মিডিয়ায় এই বার্তাটি দিয়েছিলেন শাহরুখ। এবার ইডেনেই হচ্ছে আইপিএলের উদ্বােধনী অনুষ্ঠান। সেই বিষয়টি মাথায় রেখেই হয়ত এই বার্তাটি সবাইকে দিতে চেয়েছেন কিং খান। আর শাহরুখ যেখানে উপস্থিত থাকবেন সেখানে যে কোন পার্টি যে আরও বেশি আলোকিত হয়ে উঠবে তা বলার অপেক্ষাই রাখে না।
এদিন অনুষ্ঠান মঞ্চে প্রথমে সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়া ঘোষাল। এরপর ডান্সের পারফরম্য়ান্স ছিল দিশা পাটানির। তবে আকর্ষণের অন্যতম কেন্দ্রে ছিলেন তরুণ ভারতীয় র্যপার করুণ আউজলা। শাহরুখ আঠারোতম আইপিএলের উদ্বোধনী মঞ্চে ডেকে নিয়েছিলেন বিরাট কোহলি ও রিঙ্কু সিংহকেও। তাঁদের দুজনের সঙ্গে খুনসুটির ফাঁকে স্টেডিয়ামের দর্শকদের অনুরোধে নিজের ছবির গানের তালে পাও মেলান বাদশা। রিঙ্কুর সঙ্গে লুটপুট গায়া গানে ও কোহলির সঙ্গে ঝুমে জো পাঠান গানের তালে মঞ্চেই নাচেন শাহরুখ।
এদিকে, শনিবারের ম্য়াচ ঘিরে কিছুটা চিন্তা ছিলই। কারণ আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও আজও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন। বৃষ্টির জেরে গতকাল রাতেই কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি কমে যায়। শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার সকাল থেকেও আকাশ পুরোপুরি মেঘলা। এদিন ভোরেও বৃষ্টি হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
