DC vs RCB, Innings Highlights: মরুঝড়ের মধ্যে ১ রানে রুদ্ধশ্বাস জয় কোহলিদের
মঙ্গলবার আমদাবাদে আচমকা মরুঝড়ের রাতে বাইশ গজেও নাটকীয়তা। দিল্লি ক্যাপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে হারিয়ে ২ পয়েন্ট ঘরে তুললেন বিরাট কোহলিরা।
আমদাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস তখন সবে শেষ হয়েছে। ব্যাটে ঝড় তুলে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় স্কোরে পৌঁছে দিয়েছেন এ বি ডিভিলিয়ার্স। তারপরই মাঠে আছড়ে পড়ল ঝড়। প্রাকৃতিক ঝড়। মরুশহরে বালির ঝড়। মরুঝড়ের জন্য দুই দলের ক্রিকোরেরা ড্রেসিংরুমে রইলেন। ঝড় থামতে শুরু হল দিল্লি ক্যাপিটালসের ইনিংস। শারজায় মরুঝড়ের ঘটনা এক সময় দেখা যেত। মরুঝড়ের রাতে সচিন তেন্ডুলকরের সেই বিখ্যাত ইনিংস তো অমরত্ব লাভ করেছে।
মঙ্গলবার আমদাবাদে আচমকা মরুঝড়ের রাতে বাইশ গজেও নাটকীয়তা। দিল্লি ক্যাপিটালসকে রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ১ রানে হারিয়ে ২ পয়েন্ট ঘরে তুললেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলেন বিরাট কোহলিরা।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের আগের ম্যাচই গড়িয়েছিল সুপার ওভারে। সানরাইজার্স হায়দরাবাদকে সেই ম্যাচে হারিয়েছিলেন ঋষভ পন্থরা। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও ফের একটা সুপার ওভার হতে পারত। হল না। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দিল্লি ক্যাপিটালস মাত্র ১ রানে ম্যাচ হারল। শেষ ওভারে একের পর এক ইয়র্কার দিয়ে দিল্লিকে আটকে দিলেন মহম্মদ সিরাজ। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ১৪ রান। পরপর চারটি ইয়র্কার দিলেন সিরাজ। তাতে উঠল মাত্র ৪ রান। শেষ দুই বলে ঋষভ পন্থ দুটি বাউন্ডারি মারলেও ১২ রান তুলল দিল্লি। ১ রানে জিতল আরসিবি।
পন্থ ৪৮ বলে ৫৮ রানে অপরাজিত রইলেন। তবে দিল্লির হয়ে ব্যাট হাতে সেরা লড়াইটা করলেন শিমরন হেটমায়ার। ক্যারিবিয়ান তারকা মাত্র ২৫ বলে দুটি চার ও ৪টি ছক্কা মেরে ৫৩ রানে অপরাজিত রইলেন। দিল্লি আটকে গেল ১৭০/৪ স্কোরে। ম্যাচ শেষ হতেই বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের দেখা গেল তাঁকে সান্ত্বনা দিতে।
প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল ১৭১/৫। শুরুতে পরপর উইকেট হারালেও এ বি ডিভিলিয়ার্স বিরাট কোহলিদের ধুঁকতে থাকা ইনিংসের রং পাল্টে দেন। আমদাবাদের নবনির্মনিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে একটা সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ছিল ১৭ ওভারে ১২৮/৪। মনে করা হচ্ছিল, হয়তো দেড়শোর আশেপাশে স্কোর করবে আরসিবি। সেখানে ২০ ওভারের শেষে আরসিবি তোলে ১৭১/৫। যার নেপথ্যে এ বি ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিং। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪২ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও পাঁচটি ছক্কা। ডিভিলিয়ার্সের দাপটে শেষ ৩ ওভারে আরসিবি তোলে ৪৩ রান। শেষ ওভারে মার্কাস স্টোইনিসের বলে ২৩ রান নেন এ বি। এবি ছাড়া অবশ্য আর কেউই বড় রান পাননি। বিরাট কোহলি ১১ বলে ১২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ২০ বলে ২৫ রান করে আউট হয়ে যান। দিল্লি এদিন ইশান্ত শর্মাকে খেলায়। চলতি আইপিএলে প্রথমবার মাঠে নেমে ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট নেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন আবেশ খান, অমিত মিশ্র, কাগিসো রাবাডা ও অক্ষর পটেল। ম্যাচের সেরা হয়েছেন এ বি।