৭টায় বাংলা (Seg 2): রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ৭৩৬, দৈনিক মৃত্যুতে শীর্ষে পশ্চিম বর্ধমান | Bangla News
গতি বেশি থাকায় বাইক গর্তে পড়ে প্রায় ২৫ মিটার দূরে ছিটকে পড়েন শশীভূষণ মিঞ্জ। বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) দুর্ঘটনায় তিলজলার ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর ঘটনায় অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের। এদিন তাঁকে গান স্যালুটে (Gun Salute) শেষবিদায় জানালেন সহকর্মীরা। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ আধিকারিকরা।
৯০-র কাছে ডিজেলের দাম। তার ওপর বেড়েছে জরিমানার অঙ্ক। এই পরিস্থিতিতে রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে মালিক সংগঠনের দাবি। রাস্তায় বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।
বিশ্বাসঘাতকদের ধোলাইয়ের দাওয়াই তৃণমূল (TMC) ব্লক সভাপতির। ‘নির্দল প্রার্থীদের ধোলাই হবে, পেটাই হবে', জেলা সভাপতির উপস্থিতিতেই ব্লক সভাপতির স্লোগান। ৪টি ওয়ার্ডে নির্দল হিসেবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা, জানা যাচ্ছে সূত্র মারফত। মনোনয়নের সম্ভাবনা তৈরি হওয়ায় ধোলাইয়ের দাওয়াই নেতার। ‘কেউ আগে নির্দল হিসেবে মনোনয়ন দিক, তারপরে ব্যবস্থা’, নির্দলদের ধোলাইয়ের নেতার দাওয়াই নিয়ে মন্তব্য জেলা সভাপতির।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার (Corona) সংক্রমণ, মৃত্যু। রাজ্যে একদিনে ফের তিরিশের উপরেই করোনায় মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩২জনের মৃত্যু, ৭৩৬জন সংক্রমিত। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে পঃ বর্ধমান। পঃ বর্ধমানে একদিনে ৯জনের মৃত্যু, ৩৪জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৫জনের মৃত্যু, ১০৮জন সংক্রমিত। বাঁকুড়ায় একদিনে ৫জনের মৃত্যু, ২৫জন করোনা আক্রান্ত। উঃ ২৪ পরগনায় একদিনে ৪জনের মৃত্যু, ৯৪জন সংক্রমিত।