Gurpreet Singh Sandhu: 'বেঙ্গালুরু এফসিই আমার পরিবার..', ১৫ বছরের সান্ধুর পেশাদার কেরিয়ারের সেরা মুহূর্ত কী?
Gurpreet Singh Sandhu: পাঞ্জাবে জন্ম নেওয়া সান্ধুর ফুটবল কেরিয়ার শুরু হয় সেন্ট স্টিফেনস ফুটবল অ্যাকাডেমি থেকে, পরে তিনি যোগ দেন ইস্ট বেঙ্গল এফসি-তে।

বেঙ্গালুরু: ভারতের সেরা গোলকিপারদের কথা বললে যে নামটি প্রথমে আসে, সেটি হল গুরপ্রীত সিং সান্ধু। ২০১৭ থেকে বেঙ্গালুরু এফসির হয়ে খেলে আসছেন তিনি এবং নিজেকে আইএসএল-এর অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একইসঙ্গে, ভারতীয় জাতীয় দলেরও অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছেন। দুর্দান্ত সেভ করা, ডিফেন্সকে নেতৃত্ব দেওয়া বা ট্রফি জেতা— সান্ধু সবকিছুতেই পারদর্শী। বহু শিরোপা জয়ের পাশাপাশি তার ফুটবল জীবনে সাফল্য দিন দিন আরও বাড়ছে। ক্লাব ও জাতীয় দলের জন্য তিনি সত্যিকারের এক "গেম চেঞ্জার"।
বেঙ্গালুরু এফসির হয়ে ১৫০-এর বেশি আইএসএল ম্যাচ খেলা এই অভিজ্ঞ গোলরক্ষক লিগের ইতিহাসে ৫০টি ক্লিন শিট রাখা মাত্র তৃতীয় খেলোয়াড়। ৩৩ বছর বয়সী সান্ধু একমাত্র ফুটবলার, যিনি দু’বার গোল্ডেন গ্লাভস জিতেছেন—২০১৮-১৯ ও ২০১৯-২০ মরশুমে।
এই আট বছরে, বেঙ্গালুরু এফসির হয়ে তিনি আইএসএল কাপ, ডুরান্ড কাপ, সুপার কাপ-সহ একাধিক ট্রফি জিতেছেন। শুধু ক্লাব নয়, ভারতীয় জাতীয় দলের হয়েও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছেন। ২০১৯ সালে "অর্জুন পুরস্কার" প্রাপ্তি তার কেরিয়ারের অন্যতম বড় সম্মান। সম্প্রতি "ইন দ্য স্ট্যান্ডস" শো-তে সুয়াশ উপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায়, সান্ধু তার বেঙ্গালুরু এফসির অভিজ্ঞতা, জাতীয় দলের স্মৃতি ও আরও অনেক কিছু শেয়ার করেছেন।
পাঞ্জাবে জন্ম নেওয়া সান্ধুর ফুটবল কেরিয়ার শুরু হয় সেন্ট স্টিফেনস ফুটবল অ্যাকাডেমি থেকে, পরে তিনি যোগ দেন ইস্ট বেঙ্গল এফসি-তে। ২০১২ সালে ফেডারেশন কাপ জয়ী ইস্ট বেঙ্গল দলে তিনি ছিলেন। ২০১৭-য় বেঙ্গালুরু এফসিতে যোগ দেওয়ার আগে তিনি নরওয়ের ক্লাব স্টাবেক এফসি-তে খেলেন এবং ইউরোপা লিগের বাছাই পর্বেও অংশ নেন।
তবে গোলকিপার হওয়ার স্বপ্ন তিনি কখনো দেখেননি, এটি তার জীবনে হঠাৎ করেই চলে এসেছে। "যখন আমি সেন্ট স্টিফেনস ফুটবল অ্যাকাডেমিতে যোগ দিই, তখন বল নিয়ে খেলায় খুব ভাল ছিলাম না। কোচ সুরিন্দর স্যার ও ভূপিন্দর স্যার আমাকে গোলপোস্টের সামনে দাঁড় করিয়ে দেন। আমি কিছু প্রশ্ন করিনি, শুধু ভেবেছি যে, অন্তত খেলতে পারছি। তখন থেকে শুরু, প্রায় ২০০১-০২ সাল থেকে," বলেন সান্ধু।
নরওয়ে থেকে ফিরে আসার পর বেঙ্গালুরু এফসি তার দ্বিতীয় ঘর হয়ে উঠেছে। এই ক্লাবে এতদিন খেলে তিনি গর্বিত এবং শহরটির প্রতি তার এক আলাদা ভালবাসা গড়ে উঠেছে। এই প্রসঙ্গে সান্ধু বলেন,"আমি ১৫ বছর ধরে পেশাদার ফুটবল খেলছি এবং মাত্র তিনটি ক্লাবে খেলেছি, যা খুব একটা দেখা যায় না। অনেক ফুটবলার বিভিন্ন ক্লাবে যান, যেমন সুনীল (ছেত্রী) ভাই। তবে কখনও কখনও আপনি এমন একটি জায়গা খুঁজে পান, যেটাকে আপনি 'বাড়ি' বলতে পারেন। বেঙ্গালুরু আমার পরিবার হয়ে উঠেছে। আমি এখানকার মানুষ, ক্লাবের সদস্য, স্টেডিয়ামের দর্শক এবং সমর্থকদের খুব কাছ থেকে জানি। এমন সম্পর্ক খুব কম ক্লাবেই হয়। তাই আমি এখানেই থাকতে চেয়েছি।" তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
