ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২৪): মোদির 'শরিকতুষ্টি' বাজেট, বিহার-অন্ধ্রকে ঢালাও বরাদ্দ
Ghantakhanek Sange Suman: মোদির 'শরিকতুষ্টি' বাজেট, বিহার-অন্ধ্রকে ঢালাও বরাদ্দ। সড়ক থেকে সেতু, বিদ্যুৎকেন্দ্র থেকে বিমানবন্দর। নীতীশে কল্পতরু মোদি, নায়ডুকে বিশেষ ১৫ হাজার কোটি। 'পূর্বোদয়' প্রকল্পে বাংলার নাম, তবু আলাদা কোনও প্রকল্পের কথা শোনা গেল না অর্থমন্ত্রীর মুখে। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে নতুন করকাঠামোয় আরও ছাড়, বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশনও। দাম কমছে মোবাইল, সোনা-রুপো থেকে ক্যানসারের ওষুধের। কর্মসংস্থানের লক্ষ্যে পাঁচবছরে নিয়োগ হবে ১ কোটি শিক্ষানবিশ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন PF-এ। ABP Ananda Live
সাধারণ বাজেটে চন্দ্রবাবু নায়ডুর অন্ধ্রপ্রদেশকে দেওয়া হল জন্য পনেরো হাজার কোটি টাকার বিশেষ অনুদান। এক্সপ্রেসওয়ে, ব্রিজ-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের জন্য়, নীতীশ কুমারের বিহার পেল ছাব্বিশ হাজার কোটি টাকা। পাওয়ার প্ল্য়ান্টের জন্য় বিহারকে দেওয়া হল একুশ হাজার কোটি টাকা। বন্য়া নিয়ন্ত্রণেও বাড়তি বরাদ্দ করা হয়েছে বিহারকে। আর এই বাজেট বরাদ্দকে সামনেই রেখেই রাহুল গান্ধীর কটাক্ষ, এটা হল কুর্সি বাঁচাও বাজেট। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, দুটো ক্রাচকে শক্ত করার জন্য বাজেট করা হয়েছে।