Fake Voters: ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি
ABP Ananda Live: ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে, উত্তাল পশ্চিমবঙ্গ থেকে দিল্লির রাজনীতি। কিনতু, এই ভূতুড়ে ভোটারদের নাম তালিকায় ঢোকাচ্ছে কারা? তৃণমূল গোড়া থেকেই অভিযোগ তুলছে, বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের দিকে। কিনতু, বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে, রাজ্য় সরকার কি ভুয়ো ভোটার নিয়ে দায় এড়াতে পারে? মঙ্গলবারও জাতীয় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে যে CEO অফিস আছে, ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস, তার বেশি কিছু নয়। সেই অফিসকে দিয়ে এবং তার নীচে BDO, SDO এবং প্রচুর চুক্তি ভিত্তিক কর্মী, যাদের দিয়ে কাজটা করানো হয়। এনিয়ে বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
গুলিবৃষ্টিতেই লাইনচ্যুত ট্রেন, বালুচিস্তানে মহিলা-শিশুদের ছেড়ে দিল জঙ্গিরা, এখনও পণবন্দি ১৮২
লাগাতার অশান্তির মধ্যেই পাকিস্তানে বিচ্ছিন্নতাকামীদের হাতে ছিনতাই হল আস্ত ট্রেন। ৫০০ যাত্রী সমেত ট্রেনটিকে হাইজ্যাক করা হয়, পণবন্দি করা হয়েছে ১৮২ জনকে। দুপুরে এই ঘটনা ঘটলেও, এখনও পর্যন্ত ট্রেনের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। বরং পাক সেনার ২০ জন সৈনিক মারা গিয়েছেন বলে খবর। উড়ন্ত ড্রোনকেও গুলি করে নামানো হয়েছে বলে জানা যাচ্ছে। পণবন্দি যাত্রীদের কী হবে, তা নিয়ে আতঙ্ক নেমে এসেছে। পাকিস্তান সরকার যদিও বিশদ তথ্য খোলসা করেনি এখনও পর্যন্ত। (Balochistan Train Hijack)




















