Kunal Ghosh: 'প্রত্যের ভোট আলাদা, আর প্রত্যেক ভোটের প্রেক্ষিতও আলাদা থাকে', মন্তব্য কুণালের
ABP Ananda LIVE:২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়(Abhishek Banerjee)। কিন্তু, এনিয়ে কি তৃণমূলের অন্দরেই দ্বিমত আছে? এই প্রশ্ন উঠছে কারণ, তৃণমূল নেতাদের একাংশের মতে, প্রত্যের ভোট আলাদা, আর প্রত্যেক ভোটের প্রেক্ষিতও আলাদা থাকে। এই অবস্থায়, তৃণমূলের(tmc) পারফরম্য়ান্স পর্যালোচনায় কী উঠে আসে, সেটাই দেখার বিষয়।
স্বাস্থ্য বিমায় ১৮% জিএসটি, তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। 'মানুষের জীবন নিয়ে খেলতে দেব না'।'প্রত্যাহার না করলে আন্দোলনে নামব'। 'জানি, মানুষের জন্য আমার আন্দোলন কখনও বিফলে যাবে না' । স্বাস্থ্য-বিমায় চড়া জিএসটি নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি । কেন্দ্র জিএসটি প্রত্যাহার না করলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি । বিমার বাড়তি চাপে ন্যূনতম চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ।