Tmc News: নওদায় তৃণমূল বিধায়কের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্ব চরমে ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নওদায় তৃণমূল বিধায়কের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্ব চরমে! দলীয় বিধায়ক মিথ্যে অভিযোগ করছেন ও তাঁর কথায় প্রশাসন প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে এমনই অভিযোগে শনিবার নওদার পঞ্চায়েত সমিতি সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিরা সরব হলেন। তাঁদের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে গণপদত্যাগ করবেন তাঁরা। মিথ্যে অভিযোগ, দাবি তৃণমূল বিধায়কের।এবার নওদাতেও তৃণমূল বনাম তৃণমূল! তৃণমূল বিধায়কের সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্ব চরমে! দলীয় বিধায়ক মিথ্যে অভিযোগ করছেন ও তাঁর কথায় প্রশাসন প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে । এমনই অভিযোগে শনিবার নওদার পঞ্চায়েত সমিতি সভাপতি, পঞ্চায়েত প্রধান, অঞ্চল সভাপতিরা সরব হলেন। তাঁদের দাবি, এই পরিস্থিতি চলতে থাকলে গণপদত্যাগ করবেন তাঁরা। নওদার সর্বাঙ্গপুরে মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় নওদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তমাল শেখ-সহ ৫ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরা সকলেই নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এরমধ্য়েই, আবার নওদা ব্লকের কোষাধ্যক্ষকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়, বন-ভূমি কর্মাধ্যক্ষ তমাল শেখকে। শুক্রবার, নওদার তৃণমূল বিধায়ক সাহিনা মমতাজ খান যাবতীয় অশান্তির জন্য ব্লক সভাপতিকে দায়ী করেন। শুক্রবার, আবার ব্লক সভাপতি সফিউজ্জামানের গাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এই প্রেক্ষাপটে, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিলেন ব্লক সভাপতি ঘনিষ্ঠরা। নওদায় গুলিকাণ্ডে ধৃত ৫ জনের শনিবার ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বহরমপুরের সিজিএম আদালত।




















