TMC News: কলেজে অধ্যাপকদের হুমকিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার সমর্থনে পথে নামলেন খোদ শাসক বিধায়ক!
ABP Ananda LIVE: কলেজে অধ্যাপকদের হুমকিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার সমর্থনে পথে নামলেন খোদ শাসক বিধায়ক! অভিযুক্ত ব্লক সভাপতির গ্রেফতারির দাবির বিরোধিতায় নিজেই ঢাল হয়ে দাঁড়ালেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখোপাধ্যায়! বিরোধীদের চ্য়ালেঞ্জ ছুড়ে বললেন, 'টাচ করে কেউ দেখুক'। 'চোর, লম্পদের নিয়ে চলে তৃণমূল'। কটাক্ষ করেছে বিজেপি। 'শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলছে তৃণমূল'। সমালোচনা করেছে সিপিএম।
নিহত চিকিৎসককে উৎসর্গ, এবার 'আর জি কর ফাইল' আনতে চলেছেন আখতার আলি
সম্প্রতি 'দ্য বেঙ্গল ফাইলস'-এর ট্রেলার লঞ্চ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহর কলকাতায়। তবে, সেটা ছিল সিনেমা। আর এবার 'আর জি কর ফাইল' আনতে চলেছেন আখতার আলি। আর জি কর হাসপাতালের ঘটনাবলী নিয়ে দুই মলাটের বই লিখেছেন আখতার। আর জি কর হাসপাতালের দুর্নীতির কথা তুলে ধরেছেন বইয়ে, এমনই দাবি করেছেন তিনি। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি জানিয়েছেন, ২০২১ সালে সন্দীপ ঘোষ যখন আর জি করে অধ্যক্ষ হিসাবে যোগ দেন, তারপর থেকে এখানকার অগ্রগতি কীভাবে থমকে গিয়েছিল তা তিনি এই বইয়ে উল্লেখ করেছেন। কীভাবে ধীরে ধীরে দুর্নীতি বাসা বেঁধেছিল আর জি করের বুকে এবং তিনি (আখতার আলি) কীভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তারও বিস্তারিত বর্ণনা এতে রয়েছে। নিজের বই আর জি কর হাসপাতালের নিহত চিকিৎসককে উৎসর্গ করেছেন আখতার আলি। তবে অনুমতি ছাড়া বই প্রকাশ করতে পারেন না সরকারি কর্মী। তাই এই মর্মে স্বাস্থ্যভবনে আর্জি জানিয়েছেন আখতার আলি। বর্তমানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার তিনি। 'আর জি কর ফাইল' প্রকাশ করতে চেয়ে স্বাস্থ্য ভবনের সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছে আবেদন জানিয়েছেন।




















