NEET Exam: NEET-এর প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড়, NTA-কে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্টও
সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স NEET-এর প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় পড়ে গেছে। অস্বচ্ছতার অভিযোগে ইতিমধ্য়েই নিট বাতিলের জন্য় সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। আগামীকাল সেই মামলার পরবর্তী শুনানি। অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের পর, NTA-কে নোটিস দিয়েছে দিল্লি হাইকোর্টও।
প্রতি বছরই MBBS এবং BDS-এর জন্য সর্বভারতীয়স্তরে এই প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। চলতি বছরে পরীক্ষার্থী ছিলেন প্রায় ২৪ লক্ষ। গত ৪ জুন লোকসভা নির্বাচনের দিনই ওই পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। ১৪ জুন নিট (ইউজি)-র ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও, কেন তড়িঘড়ি ১০ দিন আগে করা হল, তা নিয়ে যেমন অভিযোগ উঠেছে, তেমনই সামগ্রিক ফলাফল নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ‘এনটিএ’-র বিরুদ্ধে।