এক্সপ্লোর
Advertisement
লেক কালীবাড়িতে ধুমধামের সঙ্গে পালিত সরস্বতী পুজো
লেক কালীবাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন। শ্রীপঞ্চমীর দিন দক্ষিণা কালীকে সরস্বতী রূপে পুজো করা হয়। প্রতিবছরই সরস্বতী পুজোর দিন প্রচুর ছাত্রছাত্রী এসে পুজো দেন। এবারও পুজো ঘিরে রয়েছে সমান উৎসাহ।
তিথি অনুযায়ী আজ ও কাল সরস্বতী পুজো৷ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ স্কুল, কলেজেও বাণী বন্দনার আয়োজন। পুষ্পাঞ্জলির পর ফলপ্রসাদ, ভোগ বিতরণ৷ খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷ বাণীবন্দনার উপলক্ষকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে! বসন্ত আগমনের নান্দীমুখ ঘটিয়ে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় তরুণ-তরুণীদের৷ আর অঞ্জলির ফাঁকেই সারাদিনের আড্ডা আর ঘোরাঘুরির পরিকল্পনা করে ফেলা৷ তবে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেই প্রস্তুতি কিছুটা ধাক্কা খেয়েছে।
তিথি অনুযায়ী আজ ও কাল সরস্বতী পুজো৷ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ স্কুল, কলেজেও বাণী বন্দনার আয়োজন। পুষ্পাঞ্জলির পর ফলপ্রসাদ, ভোগ বিতরণ৷ খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷ বাণীবন্দনার উপলক্ষকে সামনে রেখে আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডে-ও বটে! বসন্ত আগমনের নান্দীমুখ ঘটিয়ে বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় তরুণ-তরুণীদের৷ আর অঞ্জলির ফাঁকেই সারাদিনের আড্ডা আর ঘোরাঘুরির পরিকল্পনা করে ফেলা৷ তবে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় সেই প্রস্তুতি কিছুটা ধাক্কা খেয়েছে।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
খবর
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement